সিলেটে ডাচ বাংলা ব্যাংকের এটিএম বুথ থেকে টাকা চুরির ঘটনায় গ্রেফতার ৩

নিজস্ব প্রতিবেদক::

সিলেটে ডাচ বাংলা ব্যাংকের এটিএম বুথ থেকে ২৬ লাখ ৩২ হাজার টাকা চুরির ঘটনায় হওয়া মামলায় ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে পৃথক অভিযানে ১৮ লাখ ৬ হাজার টাকা উদ্ধার করা হয়েছে বলে পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে।

গত শুক্রবার (৩রা নভেম্বর) প্রথমে একজনকে গ্রেফতারের পর তাকে নিয়ে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তার দেওয়া তথ্যের ভিত্তিতে গতকাল শনিবার আরও দুইজনকে গ্রেফতার করে পুলিশ। প্রাথমিকভাবে ঘটনার সঙ্গে তাদের সম্পৃক্ততার তথ্য পেয়েছে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন, সিলেটের জকিগঞ্জ উপজেলার হাতিডহর গ্রামের হোসাইন আহমদের ছেলে আলতাব হোসেন লিমন (২২), মোগলাবাজার থানার নৈখাই পূর্বপাড়া গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে আমিনুল হক (২৪) ও একই থানার নৈখাই মাঝপাড়া গ্রামের সিদ্দেক আলীর ছেলে নুরুল ইসলাম মুন্না (২৫)। গ্রেফতারকৃত তিনজনের মধ্যে লিমন ও আমিনুল সিকিউরেক্স নামের প্রতিষ্ঠানটির কর্মকর্তা

তাদের মধ্যে লিমনকে সিলেট মহানগরের শিবগঞ্জ পয়েন্ট, আমিনুলকে ঢাকার মতিঝিল থানাধীন সাজেদা টাওয়ারস্থ সিকিউরেক্স কোম্পানির অফিস এবং নুরুলকে ভৈরব থানাধীন উজানভাটি হোটেলের সামনে থেকে গ্রেফতার করে পুলিশ

আজ রোববার সকালে সিলেট মহানগর পুলিশের আম্বরখানা পুলিশ ফাঁড়িতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ সকল তথ্য জানান উপ কমিশনার আজবাহার আলী শেখ।

তিনি জানান, গত ৩রা নভেম্বর মামলা দায়েরের পরই অভিযান চালিয়ে সিকিউরেক্স কোম্পানির এটিএম কর্মকর্তা আসামি আলবাব হোসেনকে গ্রেপ্তারের পর তার বাড়ি থেকে ১০ লাখ টাকা উদ্ধার করা হয়।

তার দেয়া তথ্য অনুযায়ী নুরুল ইসলাম মুন্না নামে আরেকজনকে ভৈরব থেকে আটক করে তার হেফাজত থেকে আরও ৭ লক্ষ ৮৫ হাজার টাকা উদ্ধার করে পুলিশ। পরে আসামি আমিনুলকে সিকিউরেক্স কোম্পানির ঢাকাস্থ অফিস থেকে গ্রেপ্তার করে আরও ২১ হাজার টাকা উদ্ধার করা হয়।

বাকি টাকা উদ্ধারে পুলিশের ততপরতা অব্যাহত রয়েছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

উপ পুলিশ কমিশনার আজবাহার আলী শেখ জানান, জিজ্ঞাসাবাসে আসামিরা অতিতে ইসলামি ব্যাংকের আরও ৮ লাখ টাকা চুরি করেছে বলে স্বীকার করেছে। এসব কর্মকাণ্ডে সিকিউরিটি কোম্পানির গাফিলতি রয়েছে বলে জানান তিনি।

এ ঘটনায় মামলা করার পরপরই একজনকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতার আলতাব হোসেন লিমন (২২) সিলেটের জকিগঞ্জ উপজেলার হাতিদহর গ্রামের বাসিন্দা।

তবে পলাতক রয়েছেন সিলেটের দক্ষিণ সুরমার নৈখাই গ্রামের বাসিন্দা আমিনুল হক (২৪)। তাঁরা দুজনই সিকিউরেক্স নামের প্রতিষ্ঠানটির এটিএম ইনচার্জের দায়িত্বে ছিলেন।

এর আগে, গত ২৭শে অক্টোবর নগরির সুবিদবাজার এলাকায় ডাচবাংলা ব্যাংকের একটি বুথে এই চুরির ঘটনা ঘটে।

 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।