” সমবায়ের মাধ্যমে দেশে কাঙ্খিত অর্থনৈতিক সাফল্য অর্জন সম্ভব”: মন্ত্রী ইমরান আহমদ

গোয়াইনঘাট প্রতিনিধি:

গতকাল ০৪/১১/২০২৩ ইং তারিখ রোজ শনিবার সকাল ১১.৩০ ঘটিকার সময় গোয়াইনঘাট উপজেলা মিলনায়তনে ৫২ তম জাতীয় সমবায় দিবস উদযাপিত হয়েছে।

এসময় মন্ত্রী ইমরান আহমদ এমপি বলেন, ‘আমাদের যুব সমাজকে এগিয়ে আসতে হবে। যদি যুব সমাজ এগিয়ে আসে মানুষকে এক করে সমবায়ের মাধ্যমে কার্যক্রম চালাতে পারে তাহলে আমরা অনেক দূর এগিয়ে যেতে পারবো।

কারণ, সবারই একটা দায়িত্ব থাকবে।’ মন্ত্রী বলেন, যুব সমাজকে চাকরির পেছনে না ঘুরে বরং সমবায় গঠনের মাধ্যমে খাদ্য উৎপাদন যেমন হাঁস-মুরগি পালন, মাছ চাষ ও অন্যান্য কাজে যুক্ত হয়ে নিজেদের ভাগ্য পরিবর্তনে কাজ করতে পরামর্শ দেন।  মন্ত্রী বলেন, সরকার যুবসমাজের কর্মক্ষেত্র তৈরি করতে দেশে ১শ’টি বিশেষ অর্থনৈতিক অঞ্চল স্থাপন করেছে।

 

‘আপনারা (যুব সমাজ) সেখানে খাদ্য প্রক্রিয়াকরণ কারখানা স্থাপন করতে পারেন, যা শুধু স্থানীয় চাহিদাই মেটাবে না, বিদেশেও রপ্তানি করা সম্ভব হবে।’

 

মন্ত্রী বলেন, তিনি বিশ্বাস করেন, সমবায়ের মাধ্যমে দেশ কাঙ্খিত অর্থনৈতিক সাফল্য অর্জন করতে পারে। জাতীয় সমবায় দিবস উপলক্ষ্যে উপজেলা প্রশাসন ও গোয়াইনঘাট উপজেলা সমবায় কার্যালয়ের আয়োজনে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

অনুষ্ঠান টি গোয়াইনঘাট উপজেলার সুযোগ্য নির্বাহী অফিসার তাহমিলুর রহমানের সভাপতিত্বে ও উপজেলা সমবায় কার্যালয় সহকারী পরিদর্শক মো: জাহাঙ্গীর আলম ও তাজুল ইসলামের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার তাহমিলুর রহমান, উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান ফারুক আহমদ।

উক্ত অনুষ্টানে উপস্থিত ছিলেন গোয়াইনঘাট উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ আছলম মিয়া, সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া হেলাল, মহিলা ভাইস চেয়ারম্যান আফিয়া বেগম, গোয়াইনঘাটের মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল হক প্রমুখ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।