গোয়াইনঘাটে গরু চোর চক্রের ২ সদস্য আটক

গোয়াইনঘাট প্রতিনিধি (সিলেট)::

 

গোয়াইনঘাট উপজেলার নন্দিরগাঁও ইউনিয়নে কচুয়াপাড় গ্রামে গরু চোর চক্রের দুই সদস্যকে আটক করেছে পুলিশ।

২৯ শে মার্চ ২০২৩ ইং রোজ মঙ্গলবার বিকালে কচুয়ারপাড় গ্রামে অভিযানে করে গরু চোর চক্রের দুই সদস্যকে আটক করতে সক্ষম হয় সালুটিকর পুলিশ তদন্ত কেন্দ্র পুলিশ।

গরু চোর চক্রের আটককৃত দুইজনই কচুয়াপাড় গ্রামের আলকাছ মিয়ার ছেলে সুহেব মিয়া (৩০) ও একেই গ্রামের জমসেদ মিয়া ছেলে জাবেদ আহমদ(২৮) তাদেরকে কচুয়ার পাড়া থেকে আটক করেন।

অভিযানের নেতৃত্ব দেন সালুটিকর পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই জহিরুল ইসলাম ভুঁইয়া সহ সঙ্গীয় ফোর্স নিয়ে তাদের আটক করেন।

মামলার এজাহারে (মামলা নং ২৯ তারিখ ২৯/৩/২৩) ও বাদী অনন্ত নম সহ এলাকাবাসীর সূত্রে জানাজায় এলাকায় অনেক দিন যাবত এই গরু চোর চক্রের সদস্যরা চুরি করে আসছে। এলাকায় দাঙ্গা বাজ হওয়ার কারণে কেউ মামলা ও কিছু বলতে সাহস পায় না। বেশ কিছুদিন আগে গরু চুরি করতে ধরা পরলে এলাকার গ্রাম্য সালিশি বৈঠকে মাধ্যমে শেষ করা হয়।

সালুটিকর পুলিশ তদন্ত কেন্দ্রের সাব- ইন্সপেক্টর জহিরুল ইসলাম ভুঁইয়া জানান, আটককৃত সুহেব মিয়া বলে বিরুদ্ধে মামলা রয়েছে। আটকৃতদেরকে
বিজ্ঞ আদালতে প্রেরণ করেছি ও জিজ্ঞেসা বাদের জন্য আবেদন করেছি।

আটককৃত তথ্য নিশ্চিত করেন সালুটিকর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক শফিকুল ইসলাম খান তিনি জানা ধৃত আসামিদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে, গরু চোর চক্রের আরও সদস্যদেরকে ধরতে অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।