সম্মিলিত নাট্য পরিষদের কার্যনির্বাহী কমিটির অভিষেক শুক্রবার
সিলেটের সাংস্কৃতিক আন্দোলনের অন্যতম চালিকাশক্তি সম্মিলিত নাট্য পরিষদ সিলেট এর ১৪৩০ ও ১৪৩১ বাংলার জন্য নির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান ৩১ মার্চ শুক্রবার বিকাল তিনটায় সিলেট জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী জনাব কে. এম খালিদ এমপি।
গত ১৫ মার্চ সারদা হল কার্যালয়ে সম্মিলিত নাট্য পরিষদ সিলেট এর দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়। এর পূর্বে ১০ মার্চ কবি নজরুল অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় দ্বি-বার্ষিক সন্মেলন।
সম্মিলিত নাট্য পরিষদ সিলেট এর প্রধান পরিচালক অরিন্দম দত্ত চন্দন এক বিবৃতিতে অভিষেক অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিবৃন্দ, নাট্য পরিষদের শুভাকাঙ্ক্ষী, সাংবাদিক বৃন্দ এবং সিলেটের সকল নাট্য ও সংস্কৃতিকর্মী দের আন্তরিক উপস্থিতি কামনা করেছেন।
=বিজ্ঞপ্তি ।