মন্ত্রী ইমরান আহমদকে পাড়ুয়া আনোয়ার উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের ফুলের শুভেচ্ছা

সুরমা টাইমস ডেস্কঃ

 

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি’র সাথে সৌজন্যে সাক্ষাৎ কালে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন পাড়ুয়া আনোয়ার উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের নির্বাচিত পিন্সিপাল অধ্যাপক আবদুল মালিক।

গত ৬ অক্টোবর শুক্রবার কোম্পানিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান শামীম আহমদ এর বাসভবনে মন্ত্রী ইমরান আহমদ এমপিকে পাড়ুয়া আনোয়ার উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের পক্ষ থেকে নির্বাচিত পিন্সিপাল ও সিলেট বিভাগ উন্নয়ন পরিষদের কেন্দ্রীয় আজীবন সদস্য, সিলেট মহানগর শাখার সাবেক যুগ্ম আহবায়ক অধ্যাপক আবদুল মালিক।

এসময় উপস্থিত ছিলেন পাড়ুয়া আনোয়ার উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ পরিচালনা কমিটির সভাপতি কোম্পানিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান শামীম আহমদ, কলেজের ভারপ্রাপ্ত পিন্সিপাল মোঃ ফয়জুল করিম প্রমুখ।

এসময় মন্ত্রী ইমরান আহমদ এমপি বলেন, পাড়ুয়া আনোয়ার উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের অনেক সুনাম দেশ-বিদেশে রয়েছে। সেই সুনাম ও ঐতিহ্যকে লালন করে শিক্ষার গুনগতমান বৃদ্ধির লক্ষ্যে পিন্সিপাল ও ভারপ্রাপ্ত পিন্সিপাল সহ সকল শিক্ষকগনকে দায়িত্ব পালনের আহবান জানান।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।