প্রতিটি শিক্ষার্থীকে জাতির জনক বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার মানুষ হয়ে গড়ে উঠতে হবে-প্রবাসী কল্যাণ মন্ত্রী

গোয়াইনঘাট সিলেট প্রতিনিধি ::

 

 প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ বলেছেন, প্রতিটি শিক্ষার্থীকে জাতির জনক বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার মানুষ হয়ে গড়ে উঠতে হবে ৷ জাতীর পিতা বঙ্গবন্ধু মুজিবুর রহমান যে সোনার মানুষ চেয়েছিলেন আজকের এই শিক্ষার্থীরা যদি সেই সোনার মানুষ হয়ে গড়ে উঠতে পারে তবে অচিরেই বাংলাদেশ বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলায় রূপান্তরিত হবে ৷

শনিবার ৭ অক্টোবর গোয়াইনঘাট উপজেলা শিক্ষা ফাউন্ডেশন আয়োজিত কৃতি শিক্ষার্থী সম্বর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। মন্ত্রী আরও বলেন,প্রত্যেক শিক্ষার্থীকে লেখাপড়ার সূচনা লগ্নেই লক্ষ্য স্থির করতে হবে। তখন শিক্ষার্থীদের ঝরে পড়ার সম্ভাবনা থাকবে না।

উপজেলা নির্বাহী অফিসার তাহমিলুর রহমানের সভাপতিত্বে ও সঞ্চালনায় গোয়াইনঘাট উপজেলা শিক্ষা ফাউন্ডেশনের ফান্ডে মন্ত্রী ইমরান নগদ পাঁচলক্ষ টাকা অনুদান প্রদান করেন।

কৃতি শিক্ষার্থী সম্বর্ধনা অনুষ্ঠানে গোয়াইনঘাট উপজেলার প্রত্যেকটি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় থেকে পরীক্ষার মাধ্যমে উপজেলা শিক্ষা ফাউন্ডেশনের পক্ষ হতে ৫ টি ক্যাটাগরিতে সর্বমোট ৮০জন ছাত্রছাত্রীদের প্রত্যেককে ১০হাজার টাকা করে পুরষ্কার ও সনদ প্রদান করা হয় এবং উভয় ক্যাটাগরিতে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী ৬ জনকে আলাদাভাবে ইমরান আহমদ মেধা বৃত্তি হিসাবে প্রত্যেককে ২০হাজার টাকা ও ১০ হাজার টাকা সমমুল্যের বই উপহার দেয়া হয় ৷

 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গোয়াইনঘাট সরকারি কলেজের অধ্যক্ষ মোঃ ফজলুল হক, গোয়াইনঘাট উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আফিয়া বেগম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গোলাম আম্বিয়া কয়েছ, গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ কে এম নজরুল ইসলাম, সিলেট জেলা পরিষদ সদস্য সুবাস দাস, গোয়াইনঘাট উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল হক, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সুভাস চন্দ্র পাল ছানা, লেঙ্গুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান,জৈন্তাপুর উপজেলা যুবলীগের আহবায়ক আনোয়ার হোসেন,গোয়াইনঘাট উপজেলা যুবলীগের আহবায়ক ফারুক আহমদ,সদস্য নজরুল ইসলাম,সালেহ আহমদ,সোহান দে,জুবের আহমদ ,গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও নন্দীরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস কামরুল হাসান আমিরুল, গোয়াইনঘাট প্রেস ক্লাব সভাপতি এম এ মতিন, গোয়াইনঘাট সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম রব্বানী সুমন, মধ্য জাফলং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ লোকমান হোসেন শিকদার , ফতেহপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মিনহাজ উদ্দিন,

গোয়াইনঘাট মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আব্দুস শহীদ, সাধারণ সম্পাদক আব্দুল মুমিন, প্রাথমিক শিক্ষদের মধ্যে তাজ উদ্দিন, বারহাল ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা নেছার আহমদ, অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন গোয়াইনঘাট শিক্ষা ফাউন্ডেশনের সদস্য সচিব ও গোয়াইনঘাট সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।