সুরমা টাইমস ডেস্কঃ
সিলেটে র্যাবের অভিযানে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থেকে ৭৬ কেজি গাঁজা ও ২ বোতল বিদেশি মদসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
গতকাল মঙ্গলবার (৩রা অক্টোবর) সকাল ১১টায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৯) সিলেট এই অভিযান পরিচালনা করেন।
আটক দুই ব্যক্তি ব্রাহ্মণবাড়িয়ার সদর থানার মজলিসপুর আমিন পাড়া এলাকার বাসিন্দা মইদর আলীর ছেলে সফর আলী (৩০) এবং একই এলাকার বাসিন্দা মৃত মকবুল মিয়ার ছেলে মহির আলী (৩৫)।
তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের পূর্বক আসামি ও জব্দকৃত আলামত সরাইল থানায় হস্তান্তর করা হয়েছে।