বিএমবিএফ সিলেট জেলা শাখার প্রতিনিধি সভা অনুষ্ঠিত
বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন (বিএমবিএফ) সিলেট জেলা শাখার প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যায় নগরীর জিন্দাবাজারস্থ একটি অভিজাত হোটেলের কনফারেন্স হলে এক প্রতিনিধি সভার আয়োজন করা হয়।
সিলেট জেলা শাখার সভাপতি আশরাফুর রহমান চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলহাজ্ব তারা মিয়া তালুকদারের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএমবিএফ এর সিলেট বিভাগীয় সভাপতি আলহাজ্ব আতাউর রহমান।
প্রধান বক্তার বক্তব্য রাখেন সিলেট জেলা বারের এডিশনাল পিপি এডভোকেট শামসুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএমবিএফ সিলেট বিভাগীয় সাধারণ সম্পাদক মনোরঞ্জন তালুকদার। বক্তব্য রাখেন সাংবাদিক মো: খালেদ মিয়া, ডা: হোসেন রাজা চৌধুরী, ইব্রাহিম আলী, জামাল মিয়া,
শিরিন আক্তার চৌধুরী, জাহানারা বেগম, সাহেদা আক্তার, আতাউর রহমান আতাই, আব্দুল ওয়াদুদ, ইঞ্জিনিয়ার সবুজ বিশ্বাস, এডভোকেট সুভাষ রঞ্জন বিশ্বাস, উজ্জল হাসান চৌধুরী জীবন, এবাদুর রহমান,
আব্দুল হক, আফরোজ তালুকদার প্রমুখ।
প্রতিনিধি সভায় সিলেট বিভাগীয় সম্মেলন ২০২৪ সালে করার সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় সিলেট জেলার সকল উপজেলা কমিটি গঠন ও পূর্নগঠন করার সিদ্ধান্ত গৃহীত হয়।
যারা সংগঠন করতে ইচ্ছুক তাদেরকে ০১৭১৫৫৪৪১৩৭ অথবা ০১৭৩৪০৫০৫২৫ এ যোগাযোগ করার জন্য আহ্বান জানানো হয়।
সভায় প্রধান বক্তা এডভোকেট শামসুল ইসলাম মানবাধিকার সুরক্ষায় এগিয়ে আসার আহ্বান জানান।
—বিজ্ঞপ্তি