‘দেশকে সংঘাতের দিকে না নিয়ে নির্দলীয় সরকারের অধিনে নির্বাচন দিন’: মুহাম্মদ মুনতাসির আলী

 

খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মুহাম্মদ মুনতাসির আলী বলেছেন, ‘বর্তমান সরকার সর্ব ক্ষেত্রে ব্যার্থতার পরিচয় দিয়েছে।

দেশকে তলাবিহীন ঝুড়িতে পরিনত করেছে। বিরোধী দলসমুহের ন্যায্য দাবীকে উপেক্ষা করে সরকারী দল বিরোধীদলের কর্মসূচীর পাল্টা কর্মসূচী দিয়ে দেশকে সংঘাতের দিকে নিয়ে যাচ্ছে। সরকারী দলের কোন কোন নেতা সন্ত্রাসীদের ভাষায় কথা বলছেন। যা অপরাজনীতির জন্য শুভনীয় হলেও সুস্থ ধারার রাজনীতির জন্য অশুভ সংকেত।’

তিনি সরকারি দলকে উদ্দেশ্য করে বলেন, দেশের রাজনীতিকে সংঘাতের দিকে না নিয়ে, প্রিয় মাতৃভূমিকে অনিশ্চয়তার দিকে ঠেলে না দিয়ে সময় থাকতে সমঝোতার পথে আসুন। বিরোধী দলগুলোর ন্যায্য দাবীর প্রতি মনোযোগ দিন। অহেতুক কালক্ষেপন করে ক্ষমতা পাকাপোক্ত করার দুরভিসন্ধি পরিহার করুন।

আপনাদের অক্ষমতার সুযোগে বিদেশীরা আমাদের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলাবার সুযোগ পাচ্ছে। বিদেশীদেরকে আমাদের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করার সুযোগ দিয়ে আমাদের স্বাধীনতা-সার্ভৌমত্বে আঘাত করতে দেবেননা।

বিরোধী পক্ষের ন্যায্য দাবির প্রতি সম্মান জানিয়ে অবিলম্বে সমঝোতায় বসুন। দেশকে সংঘাতের দিকে না নিয়ে নির্দলীয় সরকারের অধিনে নির্বাচন দিন।

তিনি শনিবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে খেলাফত মজলিস কোতোয়ালি থানার উদ্যোগে অনুষ্ঠিত গণ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো।

দলনিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচন, দ্রব্যমূল্যের উর্দ্ধগতি রোধ ও কারাবন্দী আলেম- উলামা এবং রাজনৈতিক নেতা-কর্মীদের মুক্তি ও সকল রাজনৈতিক মামলা প্রত্যাহার সহ কেন্দ্র ঘোষিত ৮ দফা দাবীতে দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে সিলেট মহানগর কোতোয়ালি থানার উদ্যোগে সিলেট কোর্ট পয়েন্টে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

খেলাফত মজলিস কোতোয়ালি পশ্চিম সাংগঠনিক থানা সভাপতি মাওলানা সাইফুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা আবুল কালাম আজাদ’র পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় পরিবেশ বিষয়ক সম্পাদক এ কে এম মাহবুবুল আলম, সিলেট মহানগর সভাপতি হাফিজ মাওলানা তাজুল ইসলাম হাসান, সহ সভাপতি মাওলানা শাহ আশিকুর রহমান, মাওলানা রওনক আহমদ, ইঞ্জিনিয়ার আনোয়ারুল ইসলাম, কে এম আবদুল্লাহ আল মামুন, ডা. মুহাম্মদ ফয়যুল হক, মাওলানা নুরুল ইসলাম জাকারিয়া।

কোতোয়ালি পূর্ব থানা সভাপতি জাহেদ আহমদ চৌধুরীর স্বাগত বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সিলেট মহানগর সাধারণ সম্পাদক জাবেদুল ইসলাম চৌধুরী, সহ সাধারণ সম্পাদক মাওলানা জুনায়েদ আহমদ, মাসুদ আহমদ, ইসলামী ছাত্র মজলিস শাবিপ্রবি সভাপতি জাকারিয়া হোসাইন জাকির, খেলাফত মজলিস সিলেট মহানগর শাখার সহ বায়তুলমাল সম্পাদক মুহাম্মদ তাহির চৌধুরী, প্রশিক্ষণ সম্পাদক হাফিজ মনজুরে মাওলা,

 

পেশাজীবি সম্পাদক মুহাম্মদ নজরুল ইসলাম, সহ সাংগঠনিক সম্পাদক তৌফিকুল ইসলাম ছাব্বির, ইসলামী যুব মজলিস সিলেট মহানগরীর সদস্য সচিব আফজাল হোসাইন কামিল, ইসলামী ছাত্র মজলিস সিলেট মহানগর সেক্রেটারি মোস্তফা আহমদ সোহান, খেলাফত মজলিস জালালাবাদ থানা সভাপতি হাফিজ কামরুল ইসলাম, বিমানবন্দর থানা সভাপতি মাওলানা আব্দুর রহমান,

শাহপরান পূর্ব থানা সভাপতি মাস্টার ফারুক মিয়া, শাহপরান পশ্চিম থানা সভাপতি হাফিজ মাওলানা আব্দুল হামিদ, শ্রমিক মজলিস সিলেট মহানগরী সভাপতি মাওলানা সেলিম আহমদ, খেলাফত মজলিস বিমানবন্দর থানা সহ সভাপতি মাওলানা শিব্বির আহমদ, কোতোয়ালি পশ্চিম থানা সহ সভাপতি মাওলানা রফিকুল ইসলাম জাকারিয়া, কোতোয়ালি পূর্ব থানা সাধারণ সম্পাদক মো: আহাদ মিয়া, দক্ষিণ সুরমা থানা সাধারণ সম্পাদক এস জামান সাজু, কোতোয়ালি পশ্চিম থানা সহ সাধারণ সম্পাদক মাওলানা ইমতিয়াজ উদ্দিন ফুয়াদ প্রমুখ।

 

—বিজ্ঞপ্তি ।।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।