সুরমা টাইমস ডেস্কঃ
জকিগঞ্জে আবুল হোসেন লিচু (৪৫) হত্যাকাণ্ডের ঘটনায় প্রধান আসামিসহ ৩ জনকে নোয়াখালির নিঝুম দ্বীপ থেকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন- জকিগঞ্জের মঙ্গলশাহ গ্রামের ছওয়াব আলীর ছেলে জাকারিয়া আহমদ (২৫), একই গ্রামের মৃত ময়না মিয়ার ছেলে মামুন আহমদ (২২) ও জুবেল আহমদ (২৫)।
আজ বৃহস্পতিবার দুপুরে সিলেট জেলা পুলিশ সুপারের কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) শেখ সেলিম এ তথ্য জানান। এর আগে বুধবার সকালে নোয়াখালীর নিঝুম দ্বীপ থেকে তাদের গ্রেফতার করে জকিগঞ্জ থানা পুলিশ।
প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) শেখ সেলিম জানান- গত ২২ সেপ্টেম্বর জকিগঞ্জের কাজলসার ইউনিয়নের মঙ্গলশাহ গ্রামের মৃত সইয়ব আলীর ছেলে আবুল হোসেন লিচু জমিজমা নিয়ে পূর্ব বিরোধের জেরে তার ভাগ্নে জাকারিয়াসহ কয়েকজনের পিটুনিতে নিহত হন। এ ঘটনায় নিহতের স্ত্রী সারমিন আক্তার সুমি (২৬) বাদী হয়ে জকিগঞ্জ থানায় একটি হত্যা-মামলা দায়ের করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে মামলার অন্যতম আসামি জাকারিয়ার মা চায়না বেগম (৪০)-কে গ্রেফতার করে কারাগারে পাঠায়।
উক্ত হত্যাকাণ্ডে জড়িত অন্যান্য আসামিদের গ্রেফতারে জকিগঞ্জ থানা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।