সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলা সদর এলাকার সর্বস্তরের জনগনের সাথে সৌজন্য সাক্ষাত ও মতবিনিময় করেছেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৪ (জৈন্তাপুর, গোয়াইনঘাট, কোম্পানীগঞ্জ উপজেলা) নির্বাচনী আসন থেকে সংসদ সদস্য পদে বাংলাদেশ আওয়ামীলীগের মননোয়ন প্রত্যাশী কেন্দ্রীয় শ্রমিকলীগের কার্যনির্বাহী সদস্য, সিলেট মহানগর শ্রমিকলীগের সাধারণ সম্পাদক, শ্রম আদালত সিলেটের শ্রমিক প্রতিনিধি নাজমুল আলম রোমেন।
বুধবার (২৬ জুলাই) তিনি এই সৌজন্য সাক্ষাত ও মতবিনিময় করেন।
এসময় তিনি আগামী সংসদ নির্বাচনে এমপি পদে মনোনয়ন প্রত্যাশী হিসেবে এলাকার মানুষের দোয়া ও সহযোগীতা কামনা করেন।
তিনি আরো বলেন, স্মার্ট বাংলাদেশ গড়তে শেখ হাসিনার ভূমিকা অপরিসীম। উন্নয়নের রূপকার জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে সমৃদ্ধির পথে নিয়ে যাচ্ছেন।
আমি আশা করি জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ আসনের মানুষের জীবন-জীবিকা উন্নয়নের লক্ষ্যে আমাকে মনোনয়ন দেবেন।
—বিজ্ঞপ্তি