সিলেট জেলা বিএনপির উপদেষ্টা হেলাল উদ্দিন আহমেদ বলেছেন, পিছিয়ে পড়া জৈন্তা, গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জের উন্নয়নে অবদান রাখতে চাই।
এই তিন গুরুত্বপূর্ণ উপজেলায় কাঙ্খিত উন্নয়ন হয়নি। এ অঞ্চল অবকাঠামোগত উন্নয়নসহ সবদিকে পিছিয়ে রয়েছে। এখানকার গ্রামের সড়কগুলো এখনো অনুন্নত।
শিক্ষা ও জীবনযাত্রার মানও অনেক পিছিয়ে, গড়ে উঠেনি শিল্প বাণিজ্য প্রতিষ্ঠান। তাই প্রাকৃতিক সম্পদে ভরপুর এই তিন উপজেলাকে আধুনিকতার ছোঁয়ায় ঢেলে সাজাতে আমার অনেক দিনের স্বপ্ন। আপনাদের ভালবাসা ও অব্যাহত সমর্থনে ইনশাল্লাহ আমরা এগিয়ে যাবো।
গত সোমবার জৈন্তাপুরের দরবস্ত বাজারে ৪নং দরবস্ত ইউনিয়ন বিএনপি আয়োজিত দেশনেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দুআ মাহফিল ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
দরবস্ত ইউনিয়ন বিএনপির সভাপতি কুদরত উল্লাহ ভান্ডারি’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল হাসান শাহিন।
আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদ জৈন্তাপুর উপজেলার সভাপতি আলমাস আহমেদ এর পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন দরবস্ত ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মুসলিম আলী, ফতেহপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার ইলিয়াছ, দরবস্ত ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি হিফজ উল্লাহ,
জৈন্তাপুর উপজেলা বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ আজির উদ্দিন, জৈন্তাপুর উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক নুরুল হক, সিলেট জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক মুমিনুর রহমান মুমিন,
ফতেহপুর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক জামাল আহমদ, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল নেতা ময়নুল ইসলাম (মেম্বার), উপজেলা যুবদল নেতা, নাজিম উদ্দিন, ইউনিয়ন যুবদলের সহ-সাধারণ সম্পাদক শামিম আহমদ, স্বেচ্ছাসেবক দল নেতা আশরাফুল আম্বিয়া, যুবদল নেতা শামিম আহমদ,
বিএনপি নেতা জালাল উদ্দীন লাল, কলিম উল্লাহ, আব্দুল মতিন ফেড়াই, আব্দুল লতিফ, বুদন আহমদ, দেলোয়ার হোসেন, রহিম উদ্দীন, মারুফ আহমদ, শহিদুর রহমান, ডালিম আহমদ প্রমুখ।
এছাড়াও অনুষ্ঠানে বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।
বিজ্ঞপ্তি ।।