টাঙ্গুয়ার হাওরে পর্যটকবাহী নৌকাডুবি

সুরমা টাইমস ডেস্কঃ

 

টাঙ্গুয়ার হাওরের পর্যটকবাহী দুই হাউসবোটের মুখোমুখি ধাক্কায় স্বপ্ন নামে একটি হাউসবোট ডুবে গেছে।  আজ বুধবার (২৬শে জুলাই) দুপুরে ছিলানি তাহিরপুর নৌঘাটের পাশে পর্যটকবাহী হাউসবোট ‘জলযাত্রা’ ও ‘স্বপ্ন’ নামক হাউসবোটের মধ্যে এ সংঘর্ষ ঘটে।পর্যটক লাইফ জ্যাকেট পরা থাকায় দুর্ঘটনায় হতাহতের ঘটনা ঘটেনি।

প্রত্যক্ষদর্শী ছিলানি তাহিরপুর নৌঘাটের পার্শ্ববর্তী গোলাবাড়ি গ্রামের বাসিন্দা খসরুল আলম জানান, দুপুর সোয়া ১২টার দিকে স্বপ্ন ও জলযাত্রা নামে দুই হাউসবোটের মুখোমুখি সংঘর্ষ ঘটে।

ধাক্কায় স্বপ্ন হাউসবোটটি পাটলাই নদীতে ডুবে যায়। এ ঘটনায় যাত্রীরা লাইফ জ্যাকেট পরা অবস্থায় সাঁতরে পার্শ্ববর্তী জয়পুর ও নয়াহাটি গ্রামে উঠতে সক্ষম হন। স্থানীয় ছোট নৌকার মাঝিরা দ্রুত ঘটনাস্থলে এসে উদ্ধার কার্যক্রম চালান। উদ্ধারকারীরা অনেক পর্যটককে পানি থেকে তাদের নৌকায় তুলে পাশের গ্রামে পৌঁছে দেন।

হাউজ বোট স্বপ্নের ম্যানেজার আবুল হোসেন শান্ত জানান, জলতরঙ্গ হাউজবোট নিয়ন্ত্রণ হারিয়ে স্বপ্ন হাউজবোটের পেছনের দিকে ধাক্কা দেয়। এতে স্বপ্ন হাউজবোটের তলদেশ ফেটে টাঙ্গুয়ার হাওরের গোলাবাড়ি খেয়াঘাট এলাকায় ডুবে যায়। এতে হাউজবোটটির আনুমানিক ২০ লাখ টাকা ক্ষতি হয়। হাউজবোটের ইনডোর ডেকোরেশন, বিভিন্ন আসবাবপত্র, জেনারেটর পানিতে নিমজ্জিত হয়।

তাহিরপুর থানার অফিসার ইনচার্জ সৈয়দ ইফতেখার হোসেন বলেন, সংবাদ শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় কোউ হতাহত হয়নি।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।