নারী ও কন্যা শিশুর প্রতি সহিংসতা, বাল্য বিবাহের রিপোর্টিং এবং আইনি ব্যবস্থা বিষয়ক আলোচনা সভা
ব্রাক আরবান ডেভেলপমেন্ট প্রোগাম ও মহিলা বিষয়ক অধিদপ্তর সিলেট এর যৌথ উদ্যোগে নারী ও কন্যা শিশুর প্রতি সহিংসতা, বাল্য বিবাহের রিপোর্টিং এবং আইনি ব্যবস্থা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৩ জুলাই) সকাল ১১টায় সিলেট নগরীর জেলরোডস্থ মহিলা বিষয়ক অধিদপ্তরের কার্যালয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মহিলা বিষয়ক অধিদপ্তর সিলেট এর উপ পরিচালক শাহিনা আক্তার এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতি সিলেট এর সভাপতি সৈয়দা শিরীনা আক্তার, ব্রাক জেলা সমন্বয়কারী অনিক আহমদ অপু।
এসময় সিলেট মহিলা বিষয়ক আধিদপ্তরের অন্যান্য কর্মকর্তাবৃন্দ ও ব্রাক কমিউনিটি ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (সিডিও) কমিটির নেতৃবৃন্দ এবং ইয়ুথ গ্রুপ এর সদস্যবৃন্দ অংশগ্রহণ করেন।
আলোচনা সভায় বক্তারা নারী ও কন্যা শিশুর প্রতি সহিংসতা এবং বাল্য বিবাহ প্রতিরোধে দেশের চলামন আইনসমূহ এবং সরকারী-বেসরকারী চলামান বিভিন্ন সেবাসমূহ সম্পর্কে সবাইকে গুরুত্ব দেয়ার আহবান জনান।
—-বিজ্ঞপ্তি