ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা হচ্ছেন স্মার্ট বাংলাদেশ গড়ার হাতিয়ার- আইডিইবি সভাপতি এ কে এম এ হামিদ

সুরমা টাইমস ডেস্কঃ

 

ইন্সটিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ আইডিইবি এর কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি এ কে এম এ হামিদ বলেছেন, ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা হচ্ছেন স্মার্ট বাংলাদেশ গড়ার হাতিয়ার। কারিগরী শিক্ষার মান সারাবিশ্বে বৃদ্ধি পেয়েছে। কিন্তু আমাদের দেশে কিছু সংখ্যক আমলার কারণে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের অবমূল্যায়ন করা হচ্ছে। যা কোন অবস্থাতেই মেনে নেয়া যায় না।

তিনি মঙ্গলবার (২৫ জুলাই) সকালে নগরীর সিলেট জেলা পরিষদ মিলনায়তনে বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র-শিক্ষক পেশাজীবি সংগ্রাম পরিষদ সিলেট জেলা শাখার উদ্যোগে মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিশ্রুত ও সরকারের আন্তঃমন্ত্রণালয় কমিটির আলোকে ৪ দফা দাবি বান্তবায়নের আন্দোলনের অংশ হিসেবে আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

তিনি আরো বলেন, মহান ভাষা আন্দোলন থেকে শুরু করে দেশের সকল ন্যায় সঙ্গত আন্দোলনে ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা ছিলেন সোচ্চার। আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য আন্দোলন করছি।

মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সু-নির্দিষ্ট দিক নির্দেশনা থাকা সত্ত্বেও কতিপয় আমলাদের কারণে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের দাবিগুলো মেনে নেয়া হচ্ছে না। এটা চলতে দেয়া যায় না। ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা দেশ মাতৃকার আন্দোলনে অতিতে যেভাবে রক্ত দিয়েছেন, প্রয়োজনে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের অধিকার আদায়ের লক্ষে তীব্র আন্দোলন গড়ে তোলা হবে।

বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র-শিক্ষক পেশাজীবী সংগ্রাম পরিষদ সিলেট জেলা শাখার সভাপতি আব্দুর রহিম এর সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন আইডিইবি কেন্দ্রীয় নির্বাহী কমিটি সিলেট অঞ্চলের সহ সভাপতি মো. নজরুল হোসেন, কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রকাশনা সম্পাদক মো. আতিয়ার রহমান, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মো. কামরুজ্জামান নয়ন, আইডিইবি সিলেট জেলা শাখার সভাপতি ইঞ্জিনিয়ার মাহমুদুর রশীদ মসরুর।

আইডিইবি সিলেট জেলা শাখার সহ সাংগঠনিক সম্পাদক মো. জামাল উদ্দিন এর সঞ্চালনায় শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন আইডিইবি সিলেট জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মো. মঈনুল ইসলাম চৌধুরী। পবিত্র গীতা পাঠ করেন বকুল চন্দ্র চক্রবর্তী। স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র-শিক্ষক পেশাজীবী সংগ্রাম পরিষদ সিলেট জেলা শাখার সদস্য সচিব মো. জাবেদ আহমদ।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আইডিইবি সিলেট জেলা কমিটির সাধারণ সম্পাদক রফিক উদ্দিন আহমদ, সহ সভাপতি-১ মো. নুরুল হুদা চৌধুরী, আইডিইবি সিলেট জেলা শাখার কাউন্সিলর আতিকুর রহমান, সিলেট পলিটেকনিক ইন্সটিটিউট বাকাছাপ এর সভাপতি মো. আব্দুর রহমান, আইডিইবি সিলেট জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ খালেদুর রহমান, অর্থ সম্পাদক মোহাম্মদ শামসুল আলম, মো. মছনুল আলম, মো. মাহবুবুর রহমান জাকারিয়া, মো. উজ্জ্বল বখত, হাসানুজ্জামান চৌধুরী, সালাহ উদ্দিন আহাম্মদ, মো. সুন্দর আলী, মো. রুহুল আলম, মোহাম্মদ সালাউদ্দীন, সাইদুর রহমান প্রমুখ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।