ইতিহাসের অংশ হবার এখনই সময়

সুরমা টাইমস ডেস্কঃ

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল বলেছেন, ‘৯ জুলাই পূণ্যভূমি সিলেটে যে বিভাগীয় তারুণ্যের সমাবেশ অনুষ্ঠিত হবে, সেই সমাবেশ হবে এ দেশের সাড়ে ৪ কোটি ভোটারাধিকার বঞ্চিত তরুণদের সমাবেশ।

সেই সমাবেশ হবে এ দেশের গণতন্ত্র উদ্ধারের সমাবেশ। সেই সমাবেশ হবে এ দেশের স্বাধীনতা—সার্বভৌমত্ব রক্ষার সমাবেশ। আর সেই তারুণ্যের সমাবেশ হতে পারে এই ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে সর্বশেষ তারুণ্যের সমাবেশ। ইতিহাসে অংশ নেয়ার সময় এসেছে আপনাদের।

এখনই সময় ইতিহাসের অংশ হবার।’

তিনি আরও বলেন, ‘এ দেশের সার্বভৌমত্বের কথা বলতে গিয়ে আমাদের অগ্রজ এম. ইলিয়াস আলী গুমের শিকার হয়েছেন। আমরা এম. ইলিয়াস আলীকে কথা দিতে চাই, আপনার রেখে যাওয়া অসমাপ্ত যুদ্ধ ইনশাআল্লাহ জাতীয়তাবাদী ছাত্রদল পূরণ করবে। এম. ইলিয়াস আলীকে ধারণ করেই আগামি ৯ জুলাই সিলেট বিভাগীয় তারুণ্যের সমাবেশ অনুষ্ঠিত হবে। আপনারা যেভাবে এখনো খেঁাজে ফিরছেন এম. ইলিয়াস আলীকে, ঠিক একইভাবে প্রিয় এই অগ্রজকে খেঁাজে ফিরছে ছাত্রদল কেন্দ্রীয় সংসদও। আমরা তাকে ভুলে যাইনি। এম. ইলিয়াস আলী গুমের প্রতিশোধ নিতে আমরা জাগ্রত রয়েছি।’

গতকাল মঙ্গলবার (৪ জুলাই) বিকেলে আগামি ৯ জুলাই অনুষ্ঠেয় সিলেট বিভাগীয় তারুণ্যের সমাবেশ সফলের লক্ষ্যে জেলা ছাত্রদলের সাংগঠনিক টিমের উপস্থিতিতে বিশ্বনাথ উপজেলা, পৌর ও সরকারি কলেজ ছাত্রদল আয়োজিত প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিশ্বনাথ উপজেলার পৌর এলাকার নতুন বাজারের একটি কমিউনিটি সেন্টারে এই সভা অনুষ্ঠিত হয়।

বিশ্বনাথ পৌর ছাত্রদলের আহ্বায়ক ফখরুল ইসলাম রেজার সভাপতিত্বে উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ফাহিম আহমদ, পৌর ছাত্রদলের সদস্য সচিব জাকির হোসেন ইমন ও বিশ্বনাথ সরকারি কলেজ ছাত্রদলের সদস্য সচিব রাসেল আলীর সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রদলের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক মারজুক আহমদ, সহসাধারণ সম্পাদক মো. মুজাহিদুল ইসলাম, মেহেদী হাসান, সারোয়ার হোসেন, সিলেট মহানগর ছাত্রদলের সভাপতি সুদীপ জ্যোতি এ্যাষ, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক দিলোয়ার হোসেন দিনার, মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক ফজলে রাব্বি আহসান, জেলা ছাত্রদলের সহসভাপতি জহুরুল ইসলাম রাসেল, মহানগর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. আবদুল্লাহ,

 

জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক শহীদুল ইসলাম অপু, সহদপ্তর সম্পাদক জয়নাল আবেদীন রাহেল, ওসমানীনগর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জুয়েব আহমদ, বিশ্বনাথ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক হোসাইন আহমদ প্রবেল। শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন বিশ্বনাথ সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান মামুন।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রাসেল আহমদ, আকতার আহমদ, কয়েছ আহমদ সবুজ, আবদুল কাইয়ুম, মামুন আহমদ, শাহ টিপু।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদল নেতা শামীম আহমদ, সুমন আহমদ, সাজন আহমদ, আমজাদ, সৌরভ, এমদাদ, আবদুল কাদির, আবদুর রহিম, জিতু আহমদ সোহাগ, রায়হান আলী, শেখ আওলাদ, মাহফুজ আহমদ, জাকির, ইসলাম, আনহার, শামছুল, আবু তাহের, জাকির হোসেন, ইমরান মাহমুদ, পৌর ছাত্রদল নেতা ইয়াছিন আরাফাত, রুমন আহমদ, ময়নুল হক, শেখ আলামিন, জাকির হোসেন, তারেক আহমদ, মাহিন খান, আরিফ আলী, ইমরান আহামদ, রাসেল আহমদ, মতিউর রহমান, সজিব আহমদ, ইউনুস আলী, সামছুল, ফাহিম আহমদ, আমীনুল, কাউছার, হাসান, ইমন আহমদ,

হারুন মিয়া, নাজিম, আজাদ, বিশ্বনাথ সরকারি কলেজ ছাত্রদল নেতা মাহবুব আলী, মাহফুজ, সুজেল আহমদ, ফয়ছল আহমদ, আবু বক্কর, আজিম খান, শুয়াইব আহমদ প্রমুখ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।