জাতীয় পার্টির আহ্বায়ক সাব্বির আহমদের বাসায় সন্ত্রাসী হামলা

সুরমা টাইমস ডেস্ক :

জকিগঞ্জ উপজেলার সাবেক চেয়ারম্যান ও সিলেট জেলা জাতীয় পার্টির আহ্বায়ক সাব্বির আহমদের বাসায় হামলার ঘটনা ঘটেছে।

গতকাল শুক্রবার (১১ই এপ্রিল) সকাল সাড়ে সাতটার দিকে নগরীর উপশহরের সি ব্লকে অবস্থিত তার বাসায় এই হামলার ঘটনা ঘটে।

এ সময় সাব্বির আহমেদ, তার স্ত্রী এবং কন্যা বাসায় উপস্থিত ছিলেন, তবে তার ছেলে, যুক্তরাজ্যে বসবাসরত রেদওয়ান আহমদ রাহীর, হামলার সময় বাসায় ছিলেন না। হামলাকারীরা বিশেষভাবে রাহীরের খোঁজে এ হামলা চালায় বলে অভিযোগ করা হয়েছে।

এ বিষয়ে সাব্বির আহমেদ বলেন, তার ছেলে যুক্তরাজ্যে অবস্থান করছেন এবং ছাত্রদলের রাজনীতির সঙ্গে জড়িত। তবে হামলার কারণ সম্পর্কে তিনি কিছুই জানাতে পারেননি।

তিনি বলেন, “আমি এখনও বুঝে উঠতে পারছি না কেন আমার বাসায় হামলা হলো এবং কারা হামলা করেছে, সে সম্পর্কে কোনো ধারণা আমার নেই।” সাব্বির আহমেদ আরও বলেন, হামলার পর থেকে তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন।

এবিষয়ে শাহপরাণ (রহ.) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন বলেন,এ ঘটনায় কোনো লিখিত অভিযোগ পাইনি, তবে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।