বিশিষ্ট আইনজীবী সুজয় সিংহ মজুমদার’র মৃতুতে আনোয়ারুজ্জামান চৌধুরীর শোক
সুরমা টাইমস ডেস্কঃ
সিলেট মহানগরীর ঐতিহ্যবাহী সিংহ বাড়ির সদস্য, সিলেট জেলা বারের বিশিষ্ট আইনজীবী, সমাজসেবক শ্রীহট্ট ব্রাহ্ম সমাজ এর সুদীর্ঘ কালের সম্পাদক, সিলেট সাহিত্য পরিষদ, সিলেট বিবেক সহ বহু সংগঠনের নিবেদিতপ্রাণ সংগঠক সুজয় সিংহ মজুমদার এর মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন সিলেট সিটি করপোরেশনের মেয়র মো. আনোয়ারুজ্জামান চৌধুরী।
এক শোক বার্তায় তিনি প্রয়াতের বিদেহী আত্মার চিরশান্তি কামনা করে বলেন, সমাজ সেবায় ও আইন পেশায় প্রয়াতের অবদান সিলেট মহানগরীর মানুষ শ্রদ্ধার সাথে স্মরণ রাখবে।
তিনি বলেন ঐতিহ্যবাহী সিংহবাড়ি পরিবারের সন্তান হিসেবে তিনি সর্বমহলে খুবই উজ্জ্বল ব্যক্তিত্ব হিসেবে পরিচিত। তিনি পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।