গ্রেইটার গোলাপগঞ্জ এসোসিয়েশন নিউজার্সি ইউএসএ যাত্রা শুরু

যুক্তরাষ্ট্রের নিউজার্সিতে বসবাসরত গোলাপগঞ্জ উপজেলার ১১টি ইউনিয়ন ও পৌরসভার সর্বস্তরের ভিন্ন আদর্শের সকল মানুষ এক প্লাটফর্মে এসে গোলাপগঞ্জের মিলন মেলায় উপস্থিত মুরব্বীয়ান ও যুবক ভাইদের সর্বসম্মতিক্রমে গোলাপগঞ্জের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি সমগ্র পৃথিবীতে সমুন্নত রেখে পরবর্তী প্রজন্মকে শেকড়ের সাথে সম্পৃক্ত করার লক্ষ্যে গোলাপগঞ্জের মাটি ও মানুষের কল্যাণে কাজ করার জন্য গ্রেইটার গোলাপগঞ্জ এসোসিয়েশন নিউজার্সি ইউ.এস.এ. নামক একটি সামাজিক সংগঠন ।

মোহাম্মেদ মোজাম্মেল হোসেনকে সভাপতি এবং আদিলুল হক জোয়ারদারকে সাধারণ সম্পাদক করে ২৯ সদস্য বিশিষ্ট দুই বছর মেয়াদি একটি কমিটি গঠন করা হয়।

যার প্রধান কার্যালয় প্যাটারসন সিটি, নিউজার্সি, যুক্তরাষ্ট্র। জুনেদ রহমানের সঞ্চালনায় পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাফিজ মৌলানা আলাউদ্দিন।

স্বাগত বক্তব্য রাখেন জাকির হোসেন, জামাল হোসেন এবং সামাদ উদ্দিন খান। গোলাপগঞ্জের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি তুলে ধরেন জনাব মনজুর মোর্শেদ।

অনান্যদের মধ্যে বক্তব্য রাখেন মোহাম্মদ কামাল, বোরহান উদ্দিন বুলু, এজিএম শাহীন, ফ্রাংকলিন টাউনশিপের ডেপুটি মেয়র শিপা উদ্দিন, আমেরিকা বাংলা চ্যানেলের সভাপতি আলাউর খন্দকার,

ভিপি সফিক উদ্দিন এবং প্রবীণ মুরব্বি আব্দুল জলিল। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মোস্তাব উদ্দিন, লুৎফর রহমান, আশুক মিয়া, কামাল উদ্দিন, জয়নাল আবেদীন, আব্দুস সাত্তার, খোকন মিয়া,

প্যাটারসন এডুকেশন বোর্ডের কমিশনার মোহাম্মদ রাশীদ, প্যাটারসন সিটির প্লানিং বোর্ডের কমিশনার এমরান হোসেন এবং প্যাটারসন সিটির এডজাস্টমেন্ট বোর্ডের চেয়ারম্যান জয়েদ রহিম।

সভাপতির বক্তব্যে জনাব আবুল কালাম নতুন কার্যকরী পরিষদ ঘোষণা করে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে গোলাপগঞ্জসহ সারা বাংলাদেশের আর্থ সামাজিক উন্নয়নে কাজ করতে আহবান করেন।

 

—বিজ্ঞপ্তি ।।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।