শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে নৌকা প্রতীকে ভোট দিয়ে বিজয় করতে হবে: এড. মিসবাহ উদ্দিন সিরাজ

সুরমা টাইমস ডেস্কঃ

বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলাদেশ গড়তে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে নৌকা প্রতীকে ভোট দিয়ে বিজয় করতে হবে।

 

আগামী ২১ জুন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে নৌকা প্রতীকের মেয়র প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরীকে আপনাদের মূল্যবান ভোট দিয়ে নগরীর উন্নয়নে কাজ করার সুযোগ করে দিন। তিনি আরো, নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ, জলাবদ্ধতা নিরসন, নিরাপদ যোগাযোগসহ সকল প্রকার নাগরিক সুবিধা সংবলিত তিলোত্তমা নগরী গড়ে তুলতে আপনাদের সহযোগিতা একান্ত কাম্য। সিলেট শহরকে আধুনিক স্মার্ট পর্যটন নগরী হিসেবে গড়ে তোলা হবে।

 

আনোয়ারুজ্জামান স্বপ্ন দেখেন বিশে^র অন্যতম সমৃদ্ধ আধুনিক নগর হিসেবে গড়ে তুলবেন নগরীকে। উন্নত বিশে্বর মতো সিলেটও হবে একটি আধুনিক, স্মার্ট ও পরিচ্ছন্ন পর্যটন নগরী।

তিনি সোমবার (১৯ জুন) দুপুর ২টায় সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে বাংলাদেশ আওয়ীমীলীগ মনোনীত নৌকা প্রতীকের মেয়র প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী পক্ষে প্রচারণার শেষ সময়ে সিলেট সিটি কর্পোরেশনের কর্মকর্তা কর্মচারীর মাঝে গণসংযোগ ও লিফলেট বিতরণকালে উপরোক্ত কথাগুলো বলেন।

এসময় উপস্থিত ছিলেন সিলেট মহানগর আওয়ামীলীগের সদস্য এডভোকেট কিশোর কুমার, মহানগর ছাত্রলীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি এডভোকেট একরামুল হাসান শিরু, এডভোকেট বাবলু চন্দ্র, ভৌমিক, এডভোকেট নজরুল ইসলাম, এডভোকেট সাইফুল আলম, এডভোকেট কনক দেবনাথ, মো. আব্দুল হক নিয়াজী প্রমুখ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।