আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ ইতালি শাখার যুগ্ম সাধারণ সম্পাদক আরিফুজ্জামানকে সংবর্ধনা
সুরমা টাইমস ডেস্কঃ
আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ ইতালী শাখার যুগ্ম সাধারণ সম্পাদক, সিলেট মহানগর ছাত্রলীগের সাবেক উপ সম্পাদক ও সিলেট জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মরহুম আব্দুল আহাদের কনিষ্ঠ পুত্র মো: আরিফুজ্জামান রিফাত এক সংক্ষিপ্ত সফরে দেশে এসেছেন। মঙ্গলবার (১৮ এপ্রিল) দুপুর ১টায় বাংলাদেশ বিমানের এক ফ্লাইটে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমান বন্দরে এসে পৌঁছান। বিমানবন্দরে এসে পৌঁছলে তাকে দলীয় নেতা-কর্মীরা ফুল দিয়ে সংবর্ধনা জানান।
সংবর্ধনায় তিনি দলীয় নেতাকর্মীদের উদ্দেশে বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ নিয়ে আমরা রাজনীতি করছি। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ এগিয়ে যাচ্ছে, দেশের মানুষকে সুখে-শান্তিতে রাখতে আগামী নির্বাচনেও আওয়ামীলীগ সরকারকে বিজয়ী করতে আমাদের সকলকে একসাথে কাজ করতে হবে। তিনি জানান দেশে অবস্থানকালে আগামী সিসিক নির্বাচনে নৌকার মনোনয়ন প্রাপ্ত মেয়র প্রার্থীর পক্ষে দলীয় প্রচারনা সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক কর্মসূচীতে অংশগ্রহন করবেন।
বিমানবন্দরের সংবর্ধনা প্রদানকালে উপস্থিত ছিলেন, সিলেট জেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক এডভোকেট আব্বাস উদ্দিন, জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক জাওয়াদ খান, সাবেক উপ-পাঠাগার বিষয়ক সম্পাদক এম আর মুহিব, জেলা তাতীলীগের সদস্য শাকিল আহমেদ,
জেলা ছাত্রলীগ নেতা সঞ্জয় সরকার, রাফি আহমেদ, ইমন ইবনে সম্রাজ, বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক উপ তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক দ্বীপরাজ দাস দীপায়ন, মাছুম আহমেদ, রাজু আহমেদ, মিজানুর রহমান তালুকদার, আরিফ আহমেদ, সাহেল হোসেন পাপলু, এম আর হাসান, অপু,নাবিল সহ প্রমুখ।