আনোয়ারুজ্জামান চৌধুরীর সমর্থনে বঙ্গবন্ধু ফাউন্ডেশন সিলেট জেলার গণসংযোগ

সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের মেয়র পদপ্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরীর সমর্থনে বঙ্গবন্ধু ফাউন্ডেশন সিলেট জেলার উদ্যোগে ধারাবাহিকভাবে পথসভা ও গণসংযোগ অব্যাহত রয়েছে।

রোববার (১৮ জুন) বিকেলে নগরীর সোবহানীঘাট পয়েন্ট থেকে শুরু করে বিভিন্ন সড়ক, বিপনী বিতান, পথচারীদের মধ্যে লিফলেট বিতরণ সহ করেন বঙ্গবন্ধু ফাউন্ডেশনের নেতৃবৃন্দ। গণসংযোগটি চালিবন্দরে গিয়ে শেষ হয়।

সংগঠনের সভাপতি সামসুল আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফেরদৌস খানের পরিচালনায় পথসভা ও গণসংযাগে বক্তব্য রাখেন বঙ্গবন্ধু ফাউন্ডেশন সিলেট জেলার যুগ্ম সম্পাদক চিত্রশিল্পী ভানু লাল দাস, বিধু ভূষণ চক্রবর্তী, প্রচার সম্পাদক মো. শাহ জামাল আহমদ,

 

সহ সাংগঠনিক সম্পাদক তফাজ্জুল হোসেন, সহ যুব বিষয়ক সম্পাদক হাকিম রাজা, কার্যকরি সম্পাদক শেলি রানী দেব, সদস্য রুহেল চৌধুরী, সারোয়ার হোসেন, সদস্য আব্দুস সাত্তার প্রমুখ।

লিফলেট বিতরণকালে নেতৃবৃন্দ উন্নয়নের ধারা অব্যাহত রাখতে জননেত্রী শেখ হাসিনা মনোনীত নৌকা প্রতীকের প্রার্থীকে বিজয়ী করার আহ্বান জানান।

 

—বিজ্ঞপ্তি

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।