ওয়ার্ড নেতৃবৃন্দকে সিলেট মহানগর বিএনপির চিঠি নির্বাচন থেকে বিরত থাকার নির্দেশ

সুরমা টাইমস ডেস্কঃ

 

আসন্ন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে কোন প্রার্থীর পক্ষে প্রত্যক্ষ-পরোক্ষভাবে কাজ না করার জন্য দলীয় নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন সিলেট মহানগর বিএনপি নেতৃবৃন্দ। নির্দেশ অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের হুশিয়ারী দেন তারা।

 

ইতোমধ্যে মহানগরের আওতাধিন ২৭টি ওয়ার্ড বিএনপির সভাপতি-সাধারণ সম্পাদকবৃন্দকে পৃথকভাবে এই চিঠি পৌছে দেয়া হয়েছে।

সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন ও সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে- আপনী নিশ্চয় অবগত আছেন বর্তমান সরকার এবং এই নির্বাচন কমিশনের অধীনে বিএনপি কোন নির্বাচনে অংশগ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েছে। সেই প্রেক্ষিতে ২১ জুন অনুষ্ঠিতব্য চলমান সিলেট সিটি নির্বাচনে অংশগ্রহণকারী বহিস্কৃত কাউন্সিলর/মেয়র বা অন্য যে কোন প্রার্থীর পক্ষে বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের কোন পর্যায়ের নেতাকর্মী কোন ধরনের প্রচার প্রচারণায় অংশগ্রহণ করতে পারবেন না।

 

দলীয় সিদ্ধান্ত এবং নির্দেশনা অমান্য করে কেউ নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ করলে দল তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিতে বাধ্য হবে।

এমতাবস্থায় স্ব-স্ব ওয়ার্ড সভাপতি/সাধারণ সম্পাদককে দলীয় নির্দেশনা অমান্যকারীদের তালিকা প্রস্তুত করে প্রমাণ সহ মহানগর বিএনপির সভাপতি/সাধারণ সম্পাদক বরাবরে প্রেরণ করার জন্য অনুরোধ করা হলো।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।