আওয়ামীলীগ নেতা রফিক আহমদের মৃত্যুতে সাংসদ হাফিজ মজুমদারের শোক
কানাইঘাট প্রতিনিধি :
কানাইঘাট উপজেলা আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি প্রবীণ রাজনীতিবিদ রফিক আহমদের মৃত্যুতে শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে শোক প্রকাশ করেছেন, সিলেট—৫ কানাইঘাট জকিগঞ্জ আসনের সংসদ সদস্য আলহাজ¦ হাফিজ আহমদ মজুমদার।
এক শোক বার্তায় তিনি বলেন, কানাইঘাট আওয়ামীলীগের দুর্দিনে রফিক আহমদ অত্যন্ত বলিষ্ট ভূমিকা পালন করেছিলেন। সব—সময় তিনি দলের প্রতি অনুগত থেকে কানাইঘাটে আওয়ামীলীগকে সুসংগঠিত করার পাশাপাশি সামাজিক অঙ্গনে নেতৃত্ব দিয়েছিলেন।
তার মৃত্যুতে কানাইঘাটবাসী একজন নির্বীক সমাজসেবী ও আওয়ামীলীগ একজন প্রবীণ নিবেদিত প্রাণকর্মীকে হারিয়েছে, যা সহজে পূরণ হওয়ার মতো নয়।
আওয়ামীলীগ সব—সময় রফিক আহমদের অবদানকে স্মরণ রাখবে বলে শোকবার্তায় সাংসদ হাফিজ আহমদ মজুমদার উল্লেখ করেন।