প্রবাসীরা দেশের সমৃদ্ধিতে তাদের সহযোগিতা অব্যাহত রেখেছেন
সুরমা টাইমস ডেস্কঃ
সিসিক নির্বাচন নিয়ে আসা প্রবাসীদের স্টেশন ক্লাবে সংবর্ধিত::
সিলেট সিটি কপোর্রেশন নির্বাচনে নৌকার প্রার্থীকে বিজয়ী করার লক্ষ্যে যুক্তরাজ্যে বসবাসকারী শত শত প্রবাসীর সিলেটে আগমন অব্যাহত রয়েছে। দেশে
আসা প্রবাসীদের একটি অংশকে সংবর্ধনা দিয়েছেন সিলেট জেলা আওয়ামীলীগের সহসভাপতি এডভোকেট শাহ মোশাহিদ আলী।
গতকাল শুক্রবার রাতে সিলেট স্টেশন ক্লাবে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে এডভোকেট শাহ মোশাহিদ আলী বলেন, প্রবাসীরা দেশের স্বাধীনতা সংগ্রাম থেকে শুরু করে শিক্ষা সম্প্রসারণ, সমাজ উন্নয়ন, সুষ্ঠু রাজনৈতিক ধারা বজায়সহ দেশের সমৃদ্ধিতে তাদের সহযোগিতা অব্যাহত রেখেছেন।
বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যুক্তরাজ্য আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরীকে নৌকা প্রতীক দিয়ে সিলেট সিটির মেয়র নির্বাচনের জন্য মনোনীত করেছেন।
এ মূল্যায়নকে কাজে লাগানোর জন্য প্রবাসীরা মনে করেন আনোয়ারুজ্জামান চৌধুরীর মাধ্যমে প্রধানমন্ত্রীর স্বপ্ন স্মার্ট বাংলাদেশ বাস্তবায়ন সম্ভব।
অনুষ্টানে শুরুতে স্বাগত বক্তব্য রাখেন এ সংবধর্নার উদ্যোক্তা সিলেট জেলা আওয়ামীলীগের সহ –সভাপতি এডভোকেট শাহ মোশাহিদ আলী ও প্রবাসীদের পক্ষে যুক্তরাজ্য বঙ্গবন্ধু পরিষদের সাধারন সম্পাদক আলীমুজ্জামান।
এছাড়া বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সিলেট ৩ আসনের এমপি হাবিবুর রহমান হাবিব, লন্ডন ব্রান্ড কাউন্সিলের সাবেক মেয়র ও বর্তমান কাউন্সিলর পারভেজ আহমেদ, মদন মোহন কলেজ ও সিলেট ল কলেজের সাবেক ভিপি ব্যারিস্টার মনির হোসেন, যুক্তরাজ্য আওয়ামীলীগনেতা আব্দুল করিম নাজিম,গোলাম ফারুক, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল কাদির, শায়েস্তা মিয়া, সেলিম খান,
কামাল মিয়া, যুক্তরাজ্য আওয়ামীলীগের বিঞ্জান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মিসবাউর রহমান, মোঃ আলম, শাহ কায়েস চৌধুরী, যুক্তরাষ্ট্র প্রবাসী খালেদ আহমদ, সিলেট জেলা আওয়ামীলীগের সহ সভাপতি এডভোকেট নিজাম উদ্দিন, সিলেট মহানগর আওয়ামীলীগের সহ সভাপতি এডভোকেট শাহ ফরিদ আহমদ, ফয়জুল আনোয়ার আলাওর, বিজিত চৌধুরী, হাজী এম এ মতিন,শাহাদত রহিম, দক্ষিন সুরমা উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক বদরুল ইসলাম,এডভোকেট সিরাজুল ইসলাম সিরাজী,এডভোকেট একরামূল হাসান শিরু, কামাল মিয়া প্রমূখ।
সিলেট মদন মোহন কলেজ ও সিলেট ল কলেজের সাবেক ভিপি ব্যারিস্টার মনির হোসেন তার বক্তব্যে বলেন, স্বাধীনতা আন্দোলন থেকে শুরু করে দেশের প্রতিটি বিষয়ে যুক্তরাজ্য প্রবাসীরা অবদান রেখে যাচ্ছেন। প্রধানমন্ত্রীর শেখ হাসিনার স্বপ্ন স্মার্ট বাংলাদেশ। শেখ হাসিনার সে স্বপ্ন বাস্তবায়নে একমাত্র যোগ্য
প্রার্থী হচ্ছেন আনোয়ারুজ্জামান চৌধুরী। তাই ২১ জুন নৌকার প্রার্থী পরিক্ষিত ব্যক্তিত্ব আনোয়ারুজ্জামান চৌধুরীকে ভোটদানের মাধ্যমে সে স্বপ্ন
বাস্তবায়ন সম্ভব।
সিলেট ৩ আসনের এমপি হাবিবুর রহমান হাবিব বলেন, আনোয়ারুজ্জামান চৌধুরী একজন মানবিক গুণসম্পন্ন মানুষ। প্রবাসীদের প্রতি তার আন্তরিকতার
কারণে তিনি নির্বাচিত জনপ্রতিনিধি না হয়েও প্রবাসীদের জায়গা উদ্ধার, এয়ারপোর্টে হয়রানি বন্ধে সংস্লিষ্ট মন্ত্রণালয়ের সাথে যোগাযোগপূর্বক ব্যবস্থা নিয়েছেন।
তিনি প্রবাসী রেমিট্যান্সযোদ্ধাদেরকে ইনভেস্টেমেন্টে এগিয়ে আসার আহবান জানান।
—