৩৫ নং ওয়ার্ডকে আধুনিকায়নের স্বপ্ন জাহাঙ্গীর আলমের
সুরমা টাইমস ডেস্কঃ
৩৫ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর প্রাথী জাহাঙ্গীর আলম শনিবার বিকেলে শ্যামলী আবাসিক এলাকায় ঘুড়ি মার্কার সমর্থনে লিফলেট বিতরণ করেন।
ঘুড়ি মার্কা ভোট চেয়ে সহযোগিতা কামনা করছেন জাহাঙ্গীর আলম। তিনি বলেন, আমি গরিব দুঃখী মানুষের পাশে আছি, থাকবো। সাধারণ মানুষের জন্যে আমার ঘরের দরজা সবসময় খোলা থাকবে।
তিনি আরোও বলেছেন, নির্বাচিত হলে তার প্রথম কাজ হবে ৩৫ নম্বর ওয়ার্ডে রাস্তাঘাটের উন্নয়ন করা। এই ওয়ার্ডে সবকটি রাস্তা ধ্বংস হয়ে গেছে। চলাচলে অনুপযোগি।
এছাড়া ওয়ার্ডে স্কুল/কলেজের শিক্ষার্থীদের জন্যে খেলার কোনো মাঠ নেই। খেলার একটি মাঠ তৈরি করার জন্যে তিনি দীর্ঘদিন স্বপ্ন দেখে আসছেন। মাঠ তৈরির জন্যে পর্যাপ্ত সরকারি জায়গাও আছে। জাহাঙ্গীর আলম বলেন, নির্বাচিত হলে অগ্রাধিকার ভিত্তিতে তিনি ওইসব কাজ করতে সর্বাত্মক চেষ্টা চালাবেন।
এসময় উপস্থিত ছিলেন, অধ্যাপক জব্বার, ড. মামুনুর রশিদ, ডি. জি. এম ফারুক আহমদ, এলাকার বিশিষ্ট মুরব্বি এখলাসুর রহমান, নওশাদ আহমদ, হাসেম মিয়া, সাবু মিয়া, ওয়ারেন্ট অফিসার বেলাল আহমদ,কাতার প্রবাসী বেলাল আহমদ, কাজল আহমদ, জাহেদ আহমদ, শাকিব চৌধুরী, আশিকুর রহমান প্রমুখ।