লন্ডনে বঙ্গবন্ধুর ভাস্কর্য স্থাপনকারী আফছার খান সাদেক আসছেন রোববার
সুরমা টাইমস ডেস্কঃ
লন্ডনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য স্হাপনকারী বৃটেনের কমিউনিটির পরিচিত মুখ লন্ডন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আফছার খান সাদেক সংক্ষিপ্ত সফরে বাংলাদেশ আসছেন রোববার।
বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে সকাল সাড়ে ১০টায় তিনি সিলেট এসে পৌছাবেন।
তিনি আগামী ২১ জুন সিলেট সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরীর পক্ষে প্রচারের জন্য দেশে আসছেন।
তিনি সিলেট বাসীর উন্নয়নে, স্মার্ট সিলেট গঠনে নৌকার প্রার্থীকে নির্বাচিত করে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার আহবান জানান।
সম্প্রতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য লন্ডনে স্হাপন করায় আফছার খান সাদেককে টাওয়ার হ্যামল্যাটস কাউন্সিল সিভিক এওয়ার্ডে সম্মানীত করে।
তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৬ আসনে (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) নৌকার মনোনয়ন প্রত্যাশী।