মায়েদের হাতেই দ্বার উন্মোচিত হলো এটুজেড মিডিয়া হাউসের

এক নাম্বারেই সব সমাধান;

 

সুরমা টাইমস ডেস্কঃ

 

সিলেটে কয়েকজন উদ্যোক্তার সমন্বিত উদ্যোগ এটুজেড মিডিয়া এন্ড কনসালটেন্সির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে।

গতকাল শনিবার (৩ মার্চ) বেলা সাড়ে ১১টায় সিলেট নগরীর পূর্ব জিন্দাবাজারস্থ নেহার মার্কেটের দ্বিতীয় তলায় প্রতিষ্ঠানটির দ্বার উন্মোচন করেন উদ্যোক্তাদের জন্মদাত্রী মায়েরা।

দ্বার উন্মোচনকারী উদ্যোক্তাদের মায়েরা হলেন, মহান মুক্তিযুদ্ধের গণসংগীতের অন্যতম রচয়িতা, জাতির জনক বঙ্গবন্ধুর সম্মাননাপ্রাপ্ত গীতিকবি গোপীচাঁদ সিংহের সহধর্মিনী ও এটুজেড গ্রুপের প্রধান উদ্যোক্তা সাংবাদিক সংগ্রাম সিংহের মা নেম্বী দেবী, আইটি বিশেষজ্ঞ অনির্বাণ সিংহের মা প্রতিভা সিনহা ও এটুজেড’র অন্যতম উদ্যোক্তা রঞ্জন সিংহের মা অঞ্জুলী সিনহা।

দ্বার উন্মোচনের আগে উদ্যোক্তাদের মায়েরা মঙ্গল প্রদীপ জ্বেলে এটুজেড অফিসের দ্বার উন্মোচন করেন।

এরপর শুভেচ্ছা জানাতে আসেন সিলেট জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহ দিদার আলম চৌধুরী নবেল, সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রশিদ রেনু, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আশুতোষ সিংহ, সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির অধ্যাপক প্রণব কান্তি দেব, অধ্যাপক চিত্তরঞ্জন রাজবংশী, সিলেট প্রেসক্লাবর সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আফতাব উদ্দিন, সিলেট কৃষি বিশ্বদ্যিালয়ের ডেপুটি রেজিস্ট্রার গীতা রাণী শর্ম্মা, সিকৃবির সহকারী পরিচালক শরীফুল হাসান, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও উদীচীর সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ মনির হেলাল,

 

বাসদ সিলেট জেলা সদস্য সচিব প্রণব জ্যোতি পাল, সিলেট জেলা প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক রবি কিরণ সিংহ রাজেশ, সিলেট জেলা প্রেসক্লাব’র কোষাধ্যক্ষ আনন্দ সরকার, দৈনিক যুগান্তরের স্টাফ রিপোর্টার আজমল খান, ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির সাবেক সভাপতি মামুন হাসান, সরকারী কর্মকর্তা চন্দ্রশেখর বড়–য়া, ওয়েস্টার গ্রুপের চেয়ারম্যান ইমরান হোসেন, মণিপুরী সমাজকল্যাণ সমিতি সিলেট জেলা সভাপতি ও রোটারিয়ান নির্মল কুমার সিংহ, শিক্ষাবিদ নীলকমল শর্মা, সিলেট পুরোহিত সমিতির সাংগঠনিক সম্পাদক বিশ^জিৎ চক্রবর্তী, সংস্কৃতিকর্মী কৃষ্ণ দাস,

 

মুরাদ জুয়েলার্সের স্বত্তাধিকারী গোপাল সাহা, ব্যবসায়ী রামপ্রসাদ বণিক, রাখাল সিংহ, ব্রজেন্দ্র সিংহ, চলচ্চিত্র নির্মাতা, প্রযোজক ও যুক্তধারা মিডিয়া গ্রুপের অনুষ্ঠান বিভাগের প্রধান উত্তম কুমার সিংহ, এটুজেড’র কম্পিউটার বিভাগের প্রধান মুহাম্মদ মিজানুর রহমান, কম্পিউটার অপারেটর স্বপন ব্যানার্জী, এটুজেড’র ইঞ্জিনিয়ারিং বিভাগের মো. সাইফুল ইসলাম, এটুজেড’র শিক্ষাণবীশ জাকারিয়া হোসেন সাব্বির, সুরাইয়া আক্তার রিমা ও লাবণী আক্তার মিম।

 

অতিথিরা এটুজেডর উদ্যোক্তাদের উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, একই নাম্বারে কল করে সব ধরণের সেবার ব্যবস্থা সত্যিই প্রশংসনীয়, সততার সাথে গ্রাহকের চাহিদা পূরণে যথাযথ টিমওয়ার্কের মাধ্যমে কাজ চালিয়ে গেলে শিগগিরই প্রতিষ্ঠানটি বিশ্বস্ততার পাশপাশি ব্যবসায় সফল হবে। তারা বলেন, দরিদ্র, এতিমসহ প্রান্তিক জনগোষ্ঠীর প্রজন্মকে আধুনিক প্রযুক্তিতে দক্ষ, আত্মবিশ্বাসী করে তোলার উদ্যোগ ব্যবসা প্রতিষ্ঠানের ক্ষেত্রে অনেকটা বিরল। এটুজেড’র এই উদ্যোগ অনন্য।

 

শুভাকাংখীদের শুভেচ্ছা জানানোর পাশাপাশি এটুজেড গ্রুপের প্রধান উদ্যোক্তা সাংবাদিক সংগ্রাম সিংহ বলেন, দ্বার উন্মোচনের মাধ্যমে এটুজেড গ্রুপ প্রথম ধাপের কাজ শুরু করলো ৫টি প্রকল্প নিয়ে। শিগগিরই দ্বিতীয় ধাপের কাজ শুরুর লক্ষ্যে শিক্ষাণবীশদের প্রশিক্ষণ চলছে। এতে দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর বেতন-চাকরিমুখিদের চেয়ে অভিজ্ঞতা, দক্ষতা অর্জনে আগ্রহী তরুণ প্রজন্মরা সুযোগ পাবেন।

 

যাতে বেতন-চাকরির পেছনে হন্য হয়ে ঘুরার পরিবর্তে বেতন-চাকরি তাদের পিছু পিছু ঘুরে। শুক্রবারসহ সপ্তাহের সাতদিন সকাল ১০টা থেকে রাত ১০টার মধ্যে শুধুমাত্র ০১৬১১৩৪০৯৮৯ এই একটি নাম্বারে কল করলেই সকল সেবা দেয়ার দৃঢ় অঙ্গীকার রয়েছে এই প্রতিষ্ঠানের।

এটুজেড মিডিয়ার অন্তভুর্ক্ত পাঁচটি প্রকল্প আনুষ্ঠানিক উদ্বোধন হবে সুবিধাজনক সময়ে। প্রকল্পসমূহ হচ্ছে— মিডিয়া, প্রাত্যহিক সাধারণ সেবা—প্রশিক্ষণ, অনলাইন—আইটি সেবা, সকল প্রকার পাসপোর্ট—ভিসা সংক্রান্ত কনসালটেন্সি ও অটিজম কর্নার।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।