Surma Times | Sylhet News

সিলেটের প্রথম অনলাইন সংবাদ পোর্টাল

সিসিক নির্বাচন : সরে গেলেন ১২ কাউন্সিলর প্রার্থী

সুরমা টাইমস ডেস্কঃ

 

সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন পর্যন্ত সর্বমোট ১২ কাউন্সিলর প্রার্থী তাদের মনোনয়ন প্রত্যাহার করেছেন।মনোনয়ন প্রত্যাহারকারীরা সব সাধারণ ওয়ার্ডের। তবে কোনো মেয়র প্রার্থী তাদের মনোনয়ন প্রত্যাহার করেননি।

আজ বৃহস্পতিবার (১লা জুন) সিলেট আঞ্চলিক নির্বাচন কার্যালয়ের মিডিয়া সেলের (সিটি-নির্বাচন) কর্মকর্তা সৈয়দ কামাল হোসেন এ তথ্য জানিয়েছেন।তিনি বলেন, মেয়র পদে কোনো প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেননি। এই পদে সাতজন প্রার্থী রয়েছেন।

 

এ অবস্থায় আগামি ২১শে জুনের নির্বাচনে ৭ মেয়র প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করবেন। এছাড়া ৪২টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন ২৭৩ জন। ১৪টি সংরক্ষিত ওয়ার্ডে কোন প্রার্থী তাদের মনোনয়ন প্রত্যাহার না করায় নারী কাউন্সিলর পদে ৮৭ জনই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

 

কাউন্সিলর পদে মনোনয়ন প্রত্যাহার করেছেন ৪১ নম্বর ওয়ার্ডের শাহীন আহমেদ ও মো. আল আমিন, ৪২ নম্বরে মো. বদরুল ইসলাম, ৩৬ নম্বরে এসএম আলী হোসেন, ৩৪ নম্বরে এনামুল করীর চৌধুরী, ৩৩ নম্বরে মো. আব্দুছ সবুর চৌধুরী, ২৯ নম্বরে মো. আতাউর রহমান, ২৩ নম্বরে তারেক আহমদ, ১৮ নম্বরে মো. সাজুয়ান আহমদ, ১৪ নম্বরে তপু গণি, ১৩ নম্বরে সুমন আহমদ এবং ৭ নম্বর ওয়ার্ডে আলম হোসেন আলম।

কামাল হোসেন জানান, নগরীর ৪২টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন ২৭৩ জন। ১৪টি সংরক্ষিত কাউন্সিলর পদে ৮৭ জন প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন। তাদের কেউ প্রত্যাহার করেননি। আগামীকাল শুক্রবার প্রতীক বরাদ্দের পর প্রার্থীরা আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু করবেন।

মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন আওয়ামী লীগ মনোনীত মো. আনোয়ারুজ্জামান চৌধুরী, জাতীয় পার্টির নজরুল ইসলাম বাবুল, ইসলামী আন্দোলন বাংলাদেশের হাফিজ মাওলানা মাহমুদুল হাসান, জাকের পার্টির মো. জহিরুল আলম এবং তিন স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ আবদুল হানিফ কুটু, মো. ছালাহ উদ্দিন রিমন ও মো. শাহজাহান মিয়া।

 

অতীতে ২৭টি ওয়ার্ড নিয়ে এই সিটি করপোরেশন থাকলেও এখন ৭৯ দশমিক ৫০ বর্গকিলোমিটার আয়তনের এই মহানগরীতে ওয়ার্ড সংখ্যা ৪২টি।

যেখানে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৮৭ হাজার ৭৫৩ জন। এরমধ্যে পুরুষ ২ লাখ ৫৪ হাজার ৩৬৩, নারী ২ লাখ ৩৩ হাজার ৩৮৪ জন এবং তৃতীয় লিঙ্গ বা হিজরা ভোটর রয়েছেন ৬ জন।

সিসিক নির্বাচনে মোট কেন্দ্র ১৯০টি যেখানে স্থায়ী ও অস্থায়ী ভোটকক্ষ থাকবে ১হাজার ৪৬২টি।

২০০২ সালে সিলেট সিটি কর্পোরেশন প্রতিষ্ঠিত হওয়ার পর সিলেটের সকল ওয়ার্ডে এবারই প্রথম হবে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) এর মাধ্যমে ভোট গ্রহণ।

উল্লেখ্য, আগামী ২১শে জুন সিলেট সিটি করপোরেশন নির্বাচনের ভোট গ্রহণ হবে। ২৩শে মে মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেওয়া শেষ হয়েছে।

 

২৫শে জুন মনোনয়নপত্র যাচাই-বাছাই হয়েছে। ১লা জুন প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ছিল। ২রা জুন প্রতীক বরাদ্দ শেষে আনুষ্ঠানিক প্রচারে নামতে পারবেন প্রার্থীরা।

 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।