সিলেট দেবালয় রথযাত্রা উদযাপন কমিটির মতবিনিময় সভা ২ জুন শক্রবার
শ্রীশ্রী জগন্নাথদেব, বলদেব ও সুভদ্রা মহারানীর রথযাত্রা মহোৎসব উপলক্ষে সিলেট দেবালয় রথযাত্রা উদযাপন কমিটির উদ্যোগে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে।
এই মতবিনিময় সভা আগামী ২ জুন শক্রবার সকাল ১১টায় সিলেট নগরের মণিপুরী রাজবাড়িস্থ শ্রীশ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর আখড়ায় অনুষ্ঠিত হবে।
মতবিনিময় সভায় সকল দেবালয় সমূহের পরিচালক, সভাপতি ও সম্পাদকদের উপস্থিত থাকার জন্য সিলেট দেবালয় রথযাত্রা উদযাপন কমিটির সভাপতি অনিল কিষণ সিংহ ও সাধারণ সম্পাদক নৃপেন্দ্র সিংহ বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন।
উল্লেখ্য, প্রথম রথযাত্রা ২০ জুন মঙ্গলবার ও উল্টো রথযাত্রা ২৮ জুন বুধবার অনুষ্ঠিত হবে।
—
বিজ্ঞপ্তি