কাউন্সিলর পদপ্রার্থী শ্যামলী সরকারের মনোনয়নপত্র বৈধ
সিলেট সিটি করপোরেশন নির্বাচনে ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডের সংরক্ষিত কাউন্সিলর পদপ্রার্থী শ্যামলী সরকার আপিলে তার প্রার্থীতা ফিরে পেয়েছেন।
সংরক্ষিত কাউন্সিলর পদপ্রার্থী শ্যামলী সরকার তার প্রার্থিতা ফিরে পাওয়ার জন্য মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে আপিল করলে আপিল শুনানি শেষে তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।
বুধবার (৩১ মে) সিলেটের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব এবং পরিচালক স্থানীয় সরকার) মো. জাকারিয়া বলেন, মঙ্গলবার সিলেট বিভাগীয় কমিশনারের কার্যালয়ে আপিলের শুনানি হয়।
আপিল শুনানি করেন সিলেট সিটি করপোরেশন নির্বাচনের আপিল কর্তৃপক্ষের দায়িত্বে থাকা সিলেটের বিভাগীয় কমিশনার ড. মুহাম্মদ মোশাররফ হোসেন।
আপিল শুনানি শেষে তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। এদিকে, সিলেট সিটি করপোরেশন নির্বাচনে ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডের সংরক্ষিত কাউন্সিলর পদপ্রার্থী শ্যামলী সরকার এক বিবৃতিতে তাকে বিপুল ভোটে নির্বাচিত করার জন্য সকল সম্মানিত নাগরিকবৃন্দের প্রতি বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন।
—বিজ্ঞপ্তি