বিশ্বনাথ কলেজে ছাত্রদল নেতাকর্মীদের উপর হামলার ঘটনায় জেলা বিএনপির নিন্দা

সিলেটের বিশ্বনাথ ডিগ্রী কলেজে অধ্যক্ষের উপস্থিততে ছাত্রদল নেতাকর্মী সহ নিরিহ ছাত্রদের উপর ছাত্রলীগ নামধারী সন্ত্রাসীদের হামলায় ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অভিলম্বে হামলার সাথে জড়িত সকল সন্ত্রাসীদের গ্রেফতারের দাবী জানিয়েছেন সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী ও সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী।
গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, সরকার সর্বক্ষেত্রে দলীয়করণ ও দুঃশাসন কায়েম করেছে। তাদের সন্ত্রাসী বাহিনীর হাত থেকে নিরীহ শিক্ষার্থীরাও রেহাই পাচ্ছে না।
বৃহস্পতিবার কোন প্রকার উষ্কানী ছাড়াই বিশ্বনাথ ডিগ্রী কলেজে ছাত্রদল নেতাকর্মী সহ নিরীহ ছাত্রদদলের উপ অতর্কিত হামলা চালিয়েছে ছাত্রলীগ। এতে ছাত্রদলেট অন্তত ৭/৮ জন নেতাকর্মী আহত হয়েছেন। আমরা এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
নেতৃবৃন্দ এই ঘটনার জড়িত সকল সন্ত্রাসীদের অভিলম্বে গ্রেফতার করে আইনের আওতায় আনার জোর দাবী জানান।

 

—বিজ্ঞপ্তি ।।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।