দক্ষিণ সুরমার সাথে রয়েছে আমার নাড়ীর সম্পর্ক : নজরুল ইসলাম বাবুল

সুরমা টাইমস ডেস্কঃ

সিলেট সিটি করপোরেশন নির্বাচনে জাতীয় পার্টি মনোনীত মেয়র পদপ্রার্থী ও সিলেট মহানগর জাতীয় পার্টির আহ্বায়ক, বিশিষ্ট শিল্পপতি ও কেন্দ্রীয় জাতীয় পার্টির সদস্য নজরুল ইসলাম বাবুল বলেছেন, দক্ষিণ সুরমার সাথে রয়েছে আমার নাড়ীর সম্পর্ক।

 

আমার বিশ্বাস আমি এলাকার একজন সন্তান হিসেবে আপনাদের কাছে আগামী ২১ জুনের সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে ভোট প্রার্থনা করছি। আপনারা আমাকে আপনাদের সন্তান হিসেবে যদি মায়ার বাধনে আবদ্ধ করেন আমি কথা দিচ্ছি নির্বাচিত হলে অবহেলিত দক্ষিণ সুরমার ৯টি ওয়ার্ডসহ সিটি কর্পোরেশনের ৪২টি ওয়ার্ডকে নিয়ে মাস্টার প্ল্যানের মাধ্যমে একটি নান্দনিক নগরী হিসেবে গড়ে তুলবো।

তিনি গত শনিবার (২৭ মে) রাতে নগরীর দক্ষিণ সুরমার ৩০নম্বর ওয়ার্ডের জৈনপুর এলাকায় লাঙ্গল প্রতীকের সমর্থনে আয়োজিত মতবিনিময় সভায় উপরোক্ত কথাগুলো বলেন।

২নং বরইকান্দি ইউনিয়নের সাবেক মেম্বার বিশিষ্ট সমাজসেবী কামাল উদ্দিন আহমদের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় পার্টির চেয়ারম্যান এর উপদেষ্টা আব্দুল্লাহ সিদ্দিকী।

 

বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও সিলেট জেলা শাখার আহ্বায়ক আলহাজ্ব সাব্বির আহমদ, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সিলেট জেলা শাখার সদস্য সচিব সাইফুদ্দিন খালেদ, সিলেট মহানগর শাখার সদস্য সচিব আব্দুস শহিদ লস্কর বশির, যুগ্ম আহ্বায়ক আব্দুর রহমান বারাকাত।

জাতীয় পার্টি নেতা জাহাঙ্গীর খানের পরিচালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন সিলেট মহানগর জাপার সাবেক যুগ্ম সম্পাদক মুরাদ আহমদ শাহিন, জাপা নেতা মামুনুর রশিদ, জেলা জাতীয় যুব সংহতির সভাপতি মরতুজা আহমদ চৌধুরী, জেলা স্বেচ্ছাসেবক পার্টির সদস্য সচিব এম. বরকত আলী প্রমুখ। মতবিনিময় সভায় ৩০নম্বর ওয়ার্ডের জাতীয় পার্টির নেতাকর্মী সহ এলাকর মুরব্বীয়ান, যুব ও ছাত্র সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।