আনোয়ারুজ্জামান চৌধুরীর সমর্থনে সিলেট মহানগর কৃষক লীগের মতবিনিময় সভা

সুরমা টাইমস ডেস্কঃ

 

আগামী ২১ জুন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকার মেয়র পদপ্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরীর সমর্থনে নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৭ মে) রাতে সিলেট নগরীর মির্জজাঙ্গলস্থ নির্ভানা ইন রেস্টুরেন্টের হলরুমে বাংলাদেশ কৃষক লীগ সিলেট মহানগর এর উদ্যোগে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়।

সিলেট মহানগর কৃষক লীগের সভাপতি আলহাজ্ব আব্দুল মোমিন চৌধুরীর সভাপতিত্বে ও সিলেট মহানগর কৃষকলীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট আব্দুর রকিব বাবলুর পরিচালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ কৃষকলীগের সভাপতি কৃষিবিদ সমীর চন্দ বলেন, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা আনোয়ারুজ্জামান চৌধুরীকে আপন ছোট ভাইয়ের মতো মনে করেই এই সিলেট সিটিকে একটি স্মার্ট, মডেল ও পরিচ্ছন্ন নগরী গঠন করতে তার হাতেই তুলে দিয়েছেন নৌকা প্রতীক।

 

তাই আপনারা আগামী ২১ জুন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দিয়ে বিজয়ী করতে হবে। আর এ বিজয় শুধু আনোয়ারুজ্জামান চৌধুরীর নয়, এ বিজয় হচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিজয়, আওয়ামী লীগের বিজয়, সর্বস্থরের মানুষের বিজয়। তাই সবাইকে সব বেদাবেধ ভুলে গিয়ে নৌকার জন্য কাজ করতে হবে।

অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষক লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট উমে কুলসুম স্মৃতি।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষক লীগের সহ সভাপতি দেওয়ান জয়নাল আবেদীন, কৃষিবিদ সাখাওয়াত হোসেন সুইট, যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাডভোকেট শামীমা আক্তার খানম, সাংগঠনিক সম্পাদক ড. হাবিবুর রহমান মোল্লা, আসাদুজ্জামান বিপ্লব, দপ্তর সম্পাদক রেজাউল করিম রেজা, আইন বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট জহির উদ্দিন লিমন, সহ অর্থ সম্পাদক রেজাউল হক রাসেল।

সম্মানিত অতিথির বক্তব্য রাখেন সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী, পররাষ্ট্রমন্ত্রীর সহ ধর্মীনী সেলিনা মোমিন, মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি আসাদ উদ্দিন আহমদ,

 

জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট নাসির উদ্দিন খান, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আশফাক আহমেদ, হেলেন আহমেদ, আবদাল আহমদ, হোসেন আহমদ, ড. নজরুল ইসলাম ফারুকী, সোহেব বক্স, জেলা যুবলীগ নেতা অতুল দেব, জমসেদ সিরাজ, কয়েছ লোদী, কামরুল ইসলাম চৌধুরী, এডভোকেট ছায়েদুর রহমান, শাহনুর হোসাইন প্রমুখ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।