সুরমা টাইমস ডেস্কঃ
বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির প্রতিষ্ঠাতা সদস্য, চ্যানেল এস ইউকের হেড অব নিউজ কামাল মেহেদীকে বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
আজ ২৭ মে শনিবার সন্ধ্যায় ফটো জার্নালিস্ট এসাসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির কার্যালয়ে সংবর্ধনা ও চা চক্রের আয়োজন করা হয়।
বর্তমানে দেশে অবস্থান করছেন। আজ এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির সভাপতি শেখ আশরাফুল আলম নাসির, সহ— সভাপতি দুলাল হোসেন, সাবেক সভাপতি আব্দুল বাতিন ফয়সল, মামুন হাসান, সহ—সাধারণ সম্পাদক শেখ আব্দুল মজিদ, ইকবাল মুনসি, নুরুল ইসলাম, পল্লব ভট্রাচার্য, সহযোগি সদস্য আজমল হোসেন ও চ্যানেল এস এর সাংবাদিক লিটন চৌধুরী প্রমুখ।
মতবিনিময়কালে অতীতের কথা স্মৃতি চারন করে বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির প্রতিষ্ঠাতা সদস্য, চ্যানেল এস
ইউকের হেড অব নিউজ কামাল মেহেদী তাকে সংবর্ধা প্রদান করায় ধন্যবাদ জানিয়ে বলেন, ফটো সাংবাদিকতা একটি শিল্প।
ফটো— সাংবাদিক সৃজনশীলতা ও তার সাহসিকতার মাধ্যমে সমাজে আলোড়ন তোলবার ক্ষমতা রাখেন। তাই এই পেশাকে সমুন্নত রাখতে সকলকে সব সময় ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।