সম্মিলিত জাতীয় জোট (ইউএনএ) এর উদ্যোগে “জাতীয় দ্বাদশ নির্বাচন ও চলমান রাজনীতি” শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত
আজ ২৭ মে শনিবার মরহুম প্রেসিডেন্ট হুসেইন মুহাম্মদ এরশাদ প্রতিষ্ঠিত সম্মিলিত জাতীয় জোট (ইউএনএ) এর উদ্যোগে জাতীয় দ্বাদশ নির্বাচন ও চলমান রাজনীতি শীর্ষক এক আলোচনা সভা জোটের কেন্দ্রীয় কার্যালয় (দার-উস-সালাম আর্কেড, ১১ তলা, ১৪ পুরানা পল্টন, ঢাকা-১০০০) এ অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সম্মিলিত জাতীয় জোট (ইউএনএ) এর মহা-সচিব ডা. খন্দকার মোঃ ইমদাদুল হক সেলিম। সভাপতিত্ব করেন সম্মিলিত জাতীয় জোট (ইউএনএ) এর সমন্বয়কারী ও কৃষক শ্রমিক পার্টির চেয়ারম্যান মোঃ সিরাজুল হক। সভায় মহান মুক্তিযুদ্ধের আদর্শে আগামী জাতীয় সংসদ নির্বাচন বাস্তবায়নে নেতারা সবাই নির্বাচনের পক্ষে ডা. খন্দকার মোঃ ইমদাদুল হক সেলিম সাহেবের নেতৃত্ব কাজ করার অঙ্গিকার করেন।
সভায় আর বক্তব্য রাখেন মোঃ আবু আহাদ আল মামুন (দ্বীপ মীর), আলহাজ্ব মোঃ আসাদুল্লাহ দেওয়ান, মাওলানা আলতাফ হোসেন মোল্লা, মির্জা আজম, মোঃ আশিক বিল্লাহ ও মোঃ সিদ্দিকুর রহমান সহ ৫৮ দলের চেয়ারম্যান/সভাপতি মন্ডলী আলোচনায় অংশ নিয়ে তাদের মূল্যবান বক্তব্য উপস্থাপন করেন।
আলোচান সভা পরিচালনা করেন বাংলাদেশ কুরআনিক পার্টির চেয়ারম্যান ও সম্মিলিত জাতীয় জোটের দপ্তর সম্পাদক শাহ্ ওয়ালী উল্লাহ ফরহাদ।
—
প্রেস বিজ্ঞপ্তি