রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা আব্দুস শহীদের দাফন সম্পন্ন
গোলাপগঞ্জ প্রতিনিধিঃ
গোলাপগঞ্জ উপজেলার বাঘলা ছালিম কোণা গ্রামের মৃত আছদ্দর আলীর ছেলে ও বর্তমান সিলেট নগরীর শাহপরাণ ধনুকান্দি গ্রামের বাসিন্দা সাবেক সেনা সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুস শহীদকে (৭০) রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে।
সোমবার (২২ মে ) বাদ যোহর হযরত শাহপরাণ (রহ.) মাজার প্রাঙ্গনে জানাজা শেষে কবরস্থানে তাকে দাফন করা হয়।
দাফনের আগে তার প্রতি রাষ্ট্রীয় মর্যাদায় সালাম প্রদর্শন করা হয়। সোমবার বেলা ১২ টায় জেলা প্রশাসন, পুলিশ ও বাদ যোহর সেনাবাহিনীর একটি চৌকস দল সশস্ত্র সালাম প্রদান করে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
সালাম প্রদর্শন শেষে তারা বীর মুক্তিযোদ্ধা আব্দুস শহীদের রুহের মাগফেরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
পারিবারিক সূত্র জানায় বীর মুক্তিযোদ্ধা আব্দুস শহীদ দীর্ঘ দিন যাবৎ কিডনি, লিভার, ব্রেনস্টোকসহ নানা জটিল রোগে ভোগছিলেন। রোববার (২১মে) বিকেল ৫ টার দিকে ধনকান্দি নিজ বাসায় শেষ নিশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, চার কন্যাসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন।