আইনজীবীর উপর হামলার প্রতিবাদে সন্ত্রাসীদের গ্রেফতারের দাবীতে প্রতিবাদ সমাবেশ ও মানবন্ধন

 

সুরমা টাইমস ডেস্কঃ

 

সিলেট জেলা আইনজীবি সমিতির সদস্য এডভোকেট আব্দুল হাই রাজনের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে এবং সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেফতারের দাবীতে প্রতিবাদ সমাবেশ ও মানবন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ২টায় আদালত প্রাঙ্গনে প্রতিবাদ সমাবেশ ও মানবন্ধন অনুষ্ঠিত হয়।

সিলেট জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট বাবু অশোক পুরকায়স্থ এর সভাপতিত্বে ও সাবেক সহ সম্পাদক ওবায়দুর রহমান ফাহমির পরিচালনার বক্তব্য রাখেন বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য এডভোকেট এএফএম রুহুল আমিন চৌধুরী মিন্টু, সমিতির সাধারণ সম্পাদক গোলাম ইয়াহিয়া চৌধুরী সুহেল, সাবেক সভাপতি এটি এম ফয়েজ উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক হুসেন আহমদ, ফয়জুল হক সেলিম, মাহফুজুর রহমান,

 

সিনিয়র সদস্য মাওলানা আব্দুর রকিব, এমরান আহমদ চৌধুরী, সামছুল ইসলাম, মোস্তফা শাহীন চৌধুরী, সালেহ আহমদ হীরা, সমিতির সহ-সভাপতি কামাল হোসেন, যুগ্ম সম্পাদক সাইফুর রহমান, সমাজ বিষয়ক সম্পাদক মতিউর রহমান, সহকারী নির্বাচন কর্মকর্তা আল-আসলাম মুমিন, সাবেক সহ সম্পাদক এডভোকেট ইকবাল আহমদ, নজরুল ইসলাম, সহ-সম্পাদক নাদিম রহমান, এএইচ ওয়াসিম, দিদার আহমেদ, আবু তাহের।

 

অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন এডভোকেট খোকন দও,আবু তাহের, মোস্তফা দেলোয়ার আজহার, সাঈদ আহমদ, আব্দুল মুকিব অপি, মোস্তাক আহমদ, তাজ রিহাব তাজ, জাহাঙ্গীর আলম, ফখরুল ইসলাম, প্রবাল চৌধুরী পূজন, কানন আহমদ, বোরহান আহমেদ, মোহাম্মদ ফজলে রাব্বী নাছিম, মিজানুর রহমান, নজরুল ইসলাম, মুহিবুর রহমান, নাজমুল ইসলাম, মুফিজুর রহমান মহি, ফারহানা রহমান শিপা, নারগিস আক্তার, রোকেয়া বেগম গোলাম আজম, জাবেদুল হক জাবেদ, আব্দুস সামাদ প্রমুখ।

 

প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে বক্তারা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলেন, অবিলম্বে সন্ত্রাসীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য জোর দাবি জানান।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।