মদন মোহন কলেজ কমার্স ফ্যাকাল্টি অ্যালামনাই এসোসিয়েশনের সভা
‘মদন মোহন কলেজ কমার্স ফ্যাকাল্টি অ্যালামনাই এসোসিয়েশন’র সভা গতকাল শনিবার সকালে কলেজের তারাপুর ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়। এসোসিয়েশনের আহ্বায়ক এবং কলেজের ব্যবস্থাপনা বিভাগের প্রধান ও তারাপুর ক্যাম্পাস ইনচার্জ অধ্যাপক জয়ন্ত কুমার দাসের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন অধ্যাপক প্রদীপ কুমার দে, অধ্যাপক অসিত রঞ্জন দাস, অধ্যাপক মো. আবদুল লতিফ, হিসাববিজ্ঞান বিভাগের প্রধান সহকারী অধ্যাপক মঞ্জুর হোসেন।
সভায় এসোসিয়েশনের সদস্য ফি, মনোগ্রাম ও গঠনতন্ত্র চূড়ান্ত করা হয়। সংগঠনের কার্যক্রম গতিশীল করতে একটি অস্থায়ী কার্যালয় স্থাপনের সিদ্ধান্ত
গৃহিত হয়।
এছাড়া মদন মোহন কলেজের কমার্স ফ্যাকাল্টির প্রাক্তন শিক্ষার্থীদের নিয়ে চলতি বছরের নভেম্বরে একটি পুণর্মিলনী করার সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় এসোসিয়েশনের শতাধিক সদস্য উপস্থিত ছিলেন।
—বিজ্ঞপ্তি ।।