Surma Times | Sylhet News

সিলেটের প্রথম অনলাইন সংবাদ পোর্টাল

সিলেটে মহান মে দিবস ২০২৩ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

সুরমা টাইমস ডেস্কঃ

 

অদ্য ০১/০৫/২০২৩ খ্রিঃ তারিখ সকাল ১০.০০ ঘটিকায় মহান মে দিবস-২০২৩ উদযাপন উপলক্ষ্যে ‘শ্রমিক-মালিক ঐক্য গড়ি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি’- এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় সিলেটে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস ও আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত হয়।
দিবসটি উপলক্ষে একটি বর্ণাঢ্য র‍্যালি জেলা প্রশাসকের কার্যালয় সিলেট থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কাজী নজরুল অডিটরিয়ামে গিয়ে শেষ হয়।
বর্ণাঢ্য র‍্যালিতে উপস্থিত ছিলেন সিলেট বিভাগের সম্মানিত বিভাগীয় কমিশনার জনাব ড. মুহাম্মদ মোশাররফ হোসেন, সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন) জনাব মোঃ জোবায়েদুর রহমান, পিপিএম, অতিরিক্ত ডিআইজি জনাব এম এ জলিল, জেলা প্রশাসক সিলেট জনাব মোঃ মজিবর রহমান , পুলিশ সুপার সিলেট জনাব মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন, জনপ্রতিনিধি, বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, জেলার বিভিন্ন শ্রেণি-পেশার কর্মজীবী এবং বিভিন্ন শ্রমিক ইউনিয়ন সংগঠনের সর্বস্তরের নেতৃবৃন্দ।
পরবর্তীতে জেলা প্রশাসন, আঞ্চলিক শ্রম দপ্তর ও শ্রম কল্যাণ কেন্দ্র সিলেট এর উদ্যোগে মহান মে দিবস ২০২৩ উদযাপন উপলক্ষে কাজী নজরুল অডিটরিয়ামে এক আলোচনা সভার আয়োজন করা হয়। জেলা প্রশাসক সিলেট জনাব মোঃ মজিবর রহমান এর সভাপতিত্বে উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট বিভাগের সম্মানিত বিভাগীয় কমিশনার জনাব ড. মুহাম্মদ মোশাররফ হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত ডিআইজি জনাব এম এ জলিল, পুলিশ সুপার সিলেট জনাব মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (উত্তর-অপরাধ) জনাব সাদেক কাউসার দস্তগীর, চেয়ারম্যান জেলা পরিষদ সিলেট জনাব এ্যাডভোকেট নাসির উদ্দীন খান, বীর মুক্তিযোদ্ধা জনাব মাসুক উদ্দিন আহমদ সভাপতি সিলেট মহানগর আওয়ামী লীগ সহ জেলার বিভিন্ন শ্রেণি-পেশার কর্মজীবী এবং বিভিন্ন শ্রমিক ইউনিয়ন সংগঠনের সর্বস্তরের নেতৃবৃন্দ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।