রামকৃষ্ণ মিশনের ৪ দিনব্যাপি আবির্ভাব তিথি উৎসব সম্পন্ন
ডেস্ক রিপোর্ট :
সিলেটেস্থ রামকৃষ্ণ মিশনের ৪ দিনব্যাপি শ্রী রামকৃষ্ণ দেবের ১৮৮তম আবির্ভাব তিথি ও বার্ষিক উৎসব শুক্রবার (২৪ ফেব্ধসঢ়;রুয়ারি) রাতে সম্পন্ন হয়েছে। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিলেটস্থ ভারতীয় সহকারী হাই কমিশনার মি. নিরাজ কুমার জায়শয়াল। বিশেষ অতিথি ছিলেন জাতীয় সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক,বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিছবাহ উদ্দিন সিরাজ, শ্রীমৎ স্বামী পূর্ণব্রতানন্দ, ইসলামিক ফাউন্ডেশন সিলেট এর উপ-পরিচালক শাহ মোহাম্মদ নজরুল ইসলাম, বিশপ শরৎ ফ্রান্সিস গমেস ও স্বামী সংঘানন্দ থেরো।
এভোকেট বেদানন্দ ভট্টাচার্য্যের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অজিত-বীণা দত্ত ট্রাস্টের পৃষ্টপোষক অলক দত্তসহ ধর্মীয় নেতৃবৃন্দ। অনুষ্ঠানের আলোচ্য বিষয় ছিল যত মত তত পথ। আলোচনার শুরুতে অজিত-বীণা দত্ত ট্রাস্টের পক্ষ থেকে পৃষ্টপোষক অলক দত্ত,অশোক দত্ত, পুলক দত্ত (অসিত), মাধব দত্ত (অজয়)
৪০ জন শিক্ষার্থীর মধ্যে ২ লাখ টাকা বৃত্তি প্রদান করা হয়। বৃত্তি প্রদান করেন প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ। পরে বক্তাগন আলোচ্য বিষয়ে বিস্তারিত বক্তব্য রাখেন।