সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নাম হচ্ছে বঙ্গমাতার নামে
সুরমা টাইমস ডেস্কঃ
সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তনসহ কয়েকটি সংশোধনী আনতে আইন সংশোধন করতে যাচ্ছে সরকার।
এই আইন পাস হলে সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নাম হবে ‘বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, সিলেট’।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সোমবার তার কার্যালয়ে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে ‘সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয় (সংশোধন) আইন, ২০২৩’ এর খসড়ার নীতিগত অনুমোদন দেওয়া হয়।
গত সোমবার (১৭ই জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে হাবিবুর রহমান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তার কার্যালয়ে মন্ত্রিসভা বৈঠকে খসড়াটির চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়।
সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব বলেন, সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয় আইন, ২০১৮ এর আওতায় সিলেটে একটি মেডিকেল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়েছে। তিনি আরও বলেন, নাম পরিবর্তন করে ‘বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, সিলেট’ করা হয়েছে।
তিনি আরও বলেন, এ বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করায় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে বলতে চাই, নাম পরিবর্তনে তিনি যে ভূমিকা রেখেছে তাতে সিলেটবাসী উনার নিকট চিরদিন কৃতজ্ঞ থাকবে।