প্রকাশ্যে শিয়ালের মাংস বিক্রি, অতঃপর..

সুরমা টাইমস ডেস্কঃ

 

নোয়াখালীতে মাংস বিক্রি করতে প্রকাশ্যে শিয়াল জবাই করার পর তাজুল ইসলাম নামে এক যুবককে পাঁচ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। অনাদায়ে তাকে সাত দিনের কারাদণ্ড দেওয়া হয়। এ সময় ওই শিয়াল জব্দ করে উপজেলা চত্বরের ভেতরে নিয়ে মাটিতে পুঁতে ফেলা হয়।

আজ বৃহস্পতিবার দুপুরে জেলা জজ আদালতের সামনে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলার ইউএনও নিজাম উদ্দিন আহমেদ।

দণ্ডপ্রাপ্ত তাজুল ইসলাম নোয়াখালী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের আবু তা‌হেরের ছেলে।

জানা যায়, জেলা আদালতের সামনে প্রকাশ্যে শিয়ালের মাংস বিক্রি করছিলেন তাজুল ইসলাম। বিষয়টি জানতে পেরে ইউএনও নিজাম উদ্দিন আহমেদ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় শিয়ালের মাংসসহ তাজুল ইসলামকে হাতেনাতে আটক করেন। পরে ৫০০০ টাকা জরিমানা অনাদায়ে ৭ দিন বিনাশ্রম কারাদণ্ড দেন।

ইউএনও নিজাম উদ্দিন আহমেদ জানান, বন্য প্রাণী সংরক্ষণ আইন অনুসারে শিয়ালের মাংস ক্রয়-বিক্রয় নিষিদ্ধ। তাই তাজুল ইসলামকে বন্য প্রাণী সংরক্ষণ আইন ২০১২ অনুসারে ৫০০০ টাকা জরিমানা অনাদায়ে ৭ দিন বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ পরিশোধ করে মুক্তি পান তিনি। তবে শিয়ালের মাংসগুলো উপজেলা পরিষদ চত্বরে মাটিতে পুঁতে ফেলা হয়।

প্রসঙ্গত, শিয়ালসহ অন্যান্য বন্যপ্রাণী প্রকৃতির অবিচ্ছেদ্য অঙ্গ যা পরিবেশের ভারসাম্য রক্ষা ও জীববৈচিত্র্য সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সরকার পাতি শিয়ালকে বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন-২০১২ এর তফসিল-১ এ সংরক্ষিত বন্যপ্রাণী হিসেবে তালিকাভুক্ত করেছে। যা ধরা, মারা, বিক্রি করা বা খাওয়া আইনত দণ্ডনীয় অপরাধ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।