Surma Times | Sylhet News

সিলেটের প্রথম অনলাইন সংবাদ পোর্টাল

যুবদল নেতা এনামুল হক শামীমের মাতৃবিয়োগে জেলা ও মহানগর যুবদলের শোক

সিলেট জেলা যুবদলের দলের আহবায়ক কমিটির সাবেক সদস্য এনামুল হক চৌধুরী শামীম এর মাতা রফিকা বেগম চৌধুরী (৬৮) এর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সিলেট জেলা ও মহানগর যুবদল নেতৃবৃন্দ। মরহুমার মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান তারা।

এক শোক বার্তায় সিলেট জেলা যুবদলের সভাপতি এডভোকেট মোমিনুল ইসলাম মোমিন, মহানগর যুবদলের সভাপতি শাহ নেওয়াজ বক্ত চৌধুরী তারেক, সিলেট জেলা যুবদলের সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক (সিলেট বিভাগ) মকসুদ আহমদ এবং মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মির্জা মোঃ সম্রাট হোসেন বলেন, সিলেট জেলা যুবদলের দলের আহবায়ক কমিটির সাবেক সদস্য এনামুল হক চৌধুরীর শামীমের গর্ভধারিনী মাতা রফিকা বেগম চৌধুরী ধর্মপরায়ণ ও পরোপকারী নারী হিসেবে আত্মীয় স্বজন ও পাড়া প্রতিবেশীর কাছে ছিলেন শ্রদ্ধার পাত্র।

তাঁর মৃত্যুতে আমরা একজন অভিভাবকতূল্য ধর্মপ্রাণ মহিয়সি নারীকে হারালাম। আল্লাহ মরহুমাকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন ও পরিবারবর্গকে এই শোক সইবার শক্তি দিন। আমীন।

 

 

 

—বিজ্ঞপ্তি ।।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।