মেসার্স-আর.রহমান এন্ড সন্স সিএনজি ফিলিং ষ্টেশনে সন্ত্রাসী হামলার ঘটনায় সিলেট মেট্রোপলিটন চেম্বারের নিন্দা ও ক্ষোভ প্রকাশ
গত ২৬শে মে ২০২৩ইং তারিখ খাদিমপাড়া পীরের বাজারস্থ মেসার্স-আর.রহমান এন্ড সন্স সিএনজি ফিলিং ষ্টেশনে সন্ত্রাসী হামলা অত্যন্ত নিন্দনীয় ও ন্যক্কারনজক।
এই সন্ত্রাসী হামলার ঘটনায় সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এর পরিচালনা পর্ষদের পক্ষ থেকে নিন্দা ও ক্ষোভ প্রকাশ করা হয়।
এসএমসিসিআই এর সভাপতি আফজাল রশীদ চৌধুরী মেসার্স-আর.রহমান এন্ড সন্স সিএনজি ফিলিং ষ্টেশনে সন্ত্রাসী হামলার ঘটনায় প্রতিবাদ করেন।
তিনি বলেন, বৈশিক অর্থনৈতিক মন্দা কাটিয়ে উটার জন্য যখন ব্যবসায়ীরা প্রাণপন চেষ্টা করছে। তখন এ ধরনের সন্ত্রাসী হামলা অথিব দু:খজনক।
সরকারের অর্থনীতির চাকাকে সচল রাখতে ব্যবসায়ীরা সিংহভাগ ভূমিকা রাখছে। সেখানে এ ধরনের সন্ত্রাসী হামলা খুবই নিন্দনীয়।
তিনি হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেন এবং ব্যবসা প্রতিষ্ঠানের নিরাপত্তা জোরদার করার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষন করেন।
—বিজ্ঞপ্তি ।।