১৮ বছর যাবৎ পলাতক আসামি আহম্মদ আলী গ্রেফতার

সুরমা টাইমস ডেস্কঃ

 

২০০৫ সালে নেত্রকোনার দুর্গাপুর এলাকার হত্যার ঘটনায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দীর্ঘ ১৮ বছর যাবৎ পলাতক আসামি আহম্মদ আলী (৬৫)’কে রাজধানীর তেজগাঁও এলাকা থেকে গ্রেফতার করেছে র‌্যাব-৩।

রাজধানীর তেজগাঁও এলাকা হতে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দীর্ঘ ১৮ বছর যাবৎ পলাতক আসামি ১। আহম্মদ আলী (৬৫), পিতা-মৃত আজিজুল হক, সাং-নলুয়াপাড়া, থানা-দুর্গাপুর, জেলা-নেত্রকোনা’কে অদ্য ০৬/০৪/২০২৩ তারিখ ০৬৪০ ঘটিকায় গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৩।

বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৩ এর অধিনায়ক লেঃ কর্ণেল আরিফ মহিউদ্দিন আহমেদ, পিপিএম (সেবা), বিজিবিএম, পিবিজিএম, পিএসসি।

অধিনায়ক জানান, ধৃত আসামির বিরুদ্ধে নেত্রকোনা জেলার দুর্গাপুর থানায় ২০০৫ সালের একটি হত্যা মামলা এবং ২০০৯ সালের একটি দায়রা মামলা রয়েছে।

মামলার পর থেকেই ধৃত আসামি রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় পলাতক জীবনযাপন করে আসছে। পরবর্তীতে দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালত ২০২১ সালে ধৃত আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড প্রদান করেন। ধৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হয়েছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।