দক্ষিণ সুরমা থানা পুলিশের অভিযানে চাকু সহ ০৪ জন ছিনতাইকারী গ্রেফতার

সুরমা টাইমস ডেস্কঃ
০৩/০৪/২০২৩ খ্রি: তারিখ অনুমান ০০.৪৫ ঘটিকায় গোপন সংবাদ প্রাপ্ত হইয়া সহকারী পুলিশ কমিশনার, দক্ষিণ সুরমা থানা, এসএমপি, সিলেট মহোদয় ও অফিসার ইনচার্জ এবং পুলিশ পরির্দশক (তদন্ত), দক্ষিণ সুরমা থানা, এসএমপি, সিলেট মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায় এসআই(নিঃ)/মো: আবুল হোসেন এর নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ দক্ষিণ সুরমা থানাধীন হুমায়ুন রশিদ চত্তরস্থ ফুলকলি নামীয় মিষ্টির দোকানের সামনে পাকা রাস্তার উপর হইতে ছিনতাইয়ের চেষ্টাকালে ছিনতাইকারী ১। ইমন আহমদ (২৬), পিতা-মৃত ছোয়াব উল্লাহ, মাতা-জামিনা বেগম, সাং-সিকান্দরপুর, থানা-দিরাই, জেলা-সুনামগঞ্জ, ২। সিকদাউর রহমান@সুমন মিয়া@রুপন (২৫), পিতা-মোঃ শাহনূর মিয়া, মাতা-শেওলা বেগম, সাং-শিদরপাশা, ইউপি-কলকলি, ওয়ার্ড নং-১, থানা-জগন্নাথপুর, জেলা-সুনামগঞ্জ, ৩। কামাল মিয়া (৩২), পিতা-মৃত মকবুল হোসেন, মাতা-মৃত মায়ারুনন্নেছা, সাং-মোমিনখলা, থানা-দক্ষিণ সুরমা, জেলা-সিলেট এবং ৪। মোঃ এনামুল হক (২৬), পিতা-মৃত আব্দুল মতিন, মাতা-মৃত ফিরুজা বেগম, সাং-নলুয়া, থানা-বরুড়া, জেলা-কুমিল্লাদেরকে গ্রেফতার করেন।
উপস্থিত স্বাক্ষীদের সম্মুখে ছিনতাইকারীদের দেহ তল্লাশী করিয়া ০১ (এক) টি টিপ চাকু উদ্ধার পূর্বক ০৩/০৪/২০২৩খ্রি: তারিখ ০১.১৫ ঘটিকার সময় জব্দ তালিকা মূলে জব্দ করা হয়। আসামীদের বিরুদ্ধে দক্ষিণ সুরমা থানার মামলা নং-০৫/৬১, তাং-০৩/০৪/২০২৩ খ্রিঃ, ধারা- আইন শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আইন, ২০০২ (সংশোধনী/২০১৯) এর ৪/৫ রুজু করা হয়।
আসামীদেরকে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে অদ্য ০৩/০৪/২০২৩খ্রি: তারিখ বিজ্ঞ আদালতে সোপর্দ করা হইয়াছে।
বিষয়টি নিশ্চিত করেছেন জনাব মো: শামসুদ্দোহা, পিপিএম, অফিসার ইনচার্জ, দক্ষিণ সুরমা থানা, এসএমপি, সিলেট।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।