বঙ্গবন্ধুর জন্মদিনে বঙ্গবন্ধু গবেষণা পরিষদের আলোচনা সভা ১৭ মার্চ, শুক্রবার
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস ২০২৩ উপলক্ষে বঙ্গবন্ধু গবেষণা পরিষদের উদ্যোগে ১৭ মার্চ ২০২৩, শুক্রবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত জাতীয় প্রেসক্লাবের মওলানা আকরম খাঁ মিলনায়তন (৩য় তলায়) ‘বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ ও স্মার্ট বাংলাদেশ’ শীর্ষক আলোচনাসভা, শিশু সমাবেশ, শিক্ষার্থীদের মধ্যে অনুষ্ঠিত ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ শীর্ষক চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদেরকে পুরস্কার বিতরণ প্রভৃতি কর্মসূচি পালন করা হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, মাননীয় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আলহাজ্ব এডভোকেট আ. ক. ম মোজাম্মেল হক এমপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন ( বিএফইউজে) এর সভাপতি ওমর ফারুক, সাবেক রাষ্ট্রদূত অধ্যাপক ড. নিম চন্দ্র ভৌমিক, মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক মাহবুব উদ্দিন আহমেদ বীর বিক্রম, জাতীয় কবিতা পরিষদের সহ-সভাপতি কবি আসলাম সানী, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মো. জহির উদ্দিন আরিফ, কবি-গবেষক মোস্তাক আহ্মাদ ও কবি আসাদ কাজল।
বঙ্গবন্ধু গবেষণা পরিষদ কেন্দ্রীয় সভাপতি লায়ন মোঃ গনি মিয়া বাবুল এর সভাপতিত্বে দেশবরেণ্য বুদ্ধিজীবীগণ এই আলোচনায় অংশগ্রহণ করবেন।
স্বাগত বক্তব্য রাখবেন, বঙ্গবন্ধু গবেষণা পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো: নুরুল ইসলাম তালুকদার (বীর মুক্তিযোদ্ধা)।
=বিজ্ঞপ্তি ।।