Surma Times | Sylhet News

সিলেটের প্রথম অনলাইন সংবাদ পোর্টাল

৫ দফা দাবি বাস্তবায়নে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর বরাবরে স্মারকলিপি প্রদান

সুরমা টাইমস ডেস্কঃ

বাংলাদেশ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান প্রধান পরিষদ সিলেট জেলা শাখার উদ্যোগে মাধ্যমিক শিক্ষা স্তরের বিদ্যমান ৫ দফা দাবি বাস্তবায়নে সিলেটের জেলা প্রশাসক মো. মজিবর রহমান এর মাধ্যমে প্রধানমন্ত্রীর বরাবরে স্মারকলিপি প্রদান হয়েছে।

রবিবার (১২ মার্চ) সকাল ১১টায় সিলেটের জেলা প্রশাসক কার্যায়ে এই স্মারকলিপি প্রদান করা হয়। স্মারকলিপি প্রদানকালে এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান প্রধান পরিষদ সিলেট জেলা শাখার সভাপতি মো. রফিকুল আলম, সাধারণ সম্পাদক মো. বদিউল আলম, সহ সভাপতি মো. আব্দুস শহীদ, মো. নাজিম আলী সরকার,

 

মো. জালাল উদ্দিন, শাহনাজ বেগম, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আব্দুল মুমিন, অর্থ সম্পাদক মো. লুৎফুর রহমান চৌধুরী, প্রচার সম্পাদক অসীম চন্দ্র পাল, সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. ইয়াহইয়া, সহ আইন সম্পাদক মো. হাসানুজ্জামান, সদস্য তপন রায়, জৈন্তাপুর উপজেলার সাধারণ সম্পাদক মো. নুরুল ইসলাম,

 

সিলেটের সহ মহিলা সম্পাদক অজনা দেবী নাথ, বাংলাদেশ সহকারী প্রধান শিক্ষক সমিতি সিলেট এর সভাপতি মো. ফয়সল আহমদ, সাধারণ সম্পাদক মো. মোস্তফা কামাল, সদস্য মো. মোস্তফা কামাল, মৃদুল কান্তি তালুকদার, জিয়াসমিন বেগম, বাংলাদেশ শিক্ষক সমিতি সিলেট জেলার সভাপতি আ ক ম আব্দুল জাহির, সাধারণ সম্পাদক আব্দুর রহমান খেসারাসানী, সহ সভাপতি রাসেন্দ্র নারায়ন চন্দ্র, দপ্তর সম্পাদক এহসানুল হক, সহ সভাতি আব্দুল শুক্কুর, ধর্ম বিষয়ক সম্পাদক মো. জাকারিয়া, সদস্য কাজী মুহিবুর রহমান, মো. নিজাম উদ্দিন, মো. মাহমুদুল হাসান প্রমুখ।

উল্লেখ্য দাবিগুলো হচ্ছে- আসন্ন ঈদেই শতভাগ উৎসব ভাতা এবং বাড়িবাড়া প্রদান, সরকারি স্কুলের প্রধান শিক্ষকদের ন্যায় বেসরকারি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের ষষ্ঠ গ্রেড এবং সহ প্রধানদের ৭ম গ্রেড প্রদান, মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ও সহ প্রধানদের দুটি উচ্চতর গ্রেড প্রদানের সুস্পষ্ঠ ষোষণা প্রদান, বেসরকারি শিক্ষকদের ঐচ্ছিক বদলি এবং প্রতিষ্ঠান প্রধান ও সহ প্রধানদের এন.টি.আর.সি.এ এর মাধ্যমে নিয়োগের ব্যবস্থা করা, মাধ্যমিক শিক্ষা জাতীয়করণ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।