সিলেট গ্যাস ফিল্ডস লি:’র বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

সুরমা টাইমস ডেস্কঃ

 

জৈন্তাপুর (সিলেট) থেকে নিজস্ব সংবাদদাতা: সিলেট গ্যাস ফিল্ডস লি:’র বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।  গত ১১মার্চ শনিবার বিকেলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিলেট গ্যাস ফিল্ডস লি:’র পরিচালনা পর্ষদ চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) এস এম জাকির হোসেন।  অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কোম্পানীর ব্যবস্থাপনা পরিচালক মো: মিজানুর রহমান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূ-ত্তত্ব বিভাগের প্রধান ও কোম্পানীর পরিচালক ড. আনোয়ার হোসেন ভূইয়া, জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল আহমদ, কোম্পানীর পরিচালক গোলাম মোস্তফা, পরিচালক সৈয়দ এপতার হোসেন পিয়ার, জিএম  (হিসাব ও অর্থ) পান্না লাল ধর, জিএম (প্রশাসন) প্রকৌশলী আনোয়ার হোসেন ভূইয়া, কোম্পানী সচিব প্রকৌশলী মো: ফারুক হোসেন, মহাব্যবস্থাপক ( এলপিএম) প্রকৌশলী প্রদীপ কুমার বিশ্বাস, মহাব্যবস্থাপক (পিএন্ডডি) প্রকৌশলী মো: কামরুল ইসলাম সরদার, মহাব্যবস্থাপক (অপারেশন)  প্রকৌশলী মো: আব্দুল জলিল প্রামানিক, মহাব্যবস্থাপক (আরডিএম) প্রকৌশলী একেএম আলমগীর আজাদ।
প্রধান অতিথির বক্তব্যে সিলেট গ্যাস ফিল্ডস লি:’র পরিচালনা পর্ষদ চেয়ারম্যান এস এম জাকির হোসেন বলেন, খেলাধুলা ও সাহিত্য সংস্কৃতি চর্চার মাধ্যমে আমাদের নতুন প্রজন্মের ছেলে-মেয়েদের  সুপ্ত প্রতিভার বিকাশ ঘটে। দেশের একজন সু-নাগরিক হতে হলে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা ও সংস্কৃতি চর্চার প্রয়োজন। খেলাধুলা মানুষের দেহ ও মন কে সতেজ রাখে।  তিনি বলেন, প্রতি বছর সিলেট গ্যাস ফিল্ডস লি: তাদের প্রতিষ্ঠানের কর্মকর্তা ও তাদের সন্তানদের শারীরীক ও মানুষিক বিকাশে খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করে। এই ধারাবাহিকতা অত্যাহত রাখেত তিনি কোম্পানীর সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি আহবান জানান।
অনুষ্টানে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন ক্রীড়া উপ-কমিটির আহবায়ক কোম্পানীর উপ-মহাব্যবস্থাপক (প্রকিউরমেন্ট) স্বরূপ কান্তি দেওয়ানজী, সদস্য সচিব,ব্যবস্থাপক  (এলএন্ডপিআর) তারেক আহমদ, সিলেট গ্যাস ফিল্ডস লি:’র কর্মচারী লীগ (সিবিএ)’র সভাপতি মো: হারুন, সহ-সভাপতি সহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক মো: আব্দুস সোবহান, জৈন্তাপুর প্রেসক্লাব সভাপতি নূরুল ইসলাম, উপজেলা শ্রমিকলীগ সভাপতি ফারুক আহমদ,উপজেলা যুবলীগ আহবায়ক আনোয়ার হোসেন। এছাড়াও কোম্পানীর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী ও (সিবিএ) নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।  অনুষ্টান পরিচালানা করেন কোম্পানীর ব্যবস্থাপক (সাধারণ প্রশাসন) মো: হেলাল উদ্দিন ও ব্যবস্থাপক (সিএসআর) নিধু ভুষণ দাস।

 

অনুষ্ঠানে কোম্পানীর প্রধান কার্যালয় চিকনাগুল, হরিপুর, কৈলাশটিল,রশিদপুর ও বিয়ানীবাজার ফিল্ডস’র বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও তাদের সন্তানগণ দিনব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্ট-এ অংশ গ্রহন করেন। পরে স্থানীয় শিল্পীদের পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।